Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নদীয়ায় বিজেপি কর্মী খুন! তৃণমূলকে বিন্দুমাত্র সুযোগ নয়, আন্দোলনের সবক শেখালেন অর্জুন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় বাম সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো ত্রুটি দেখতেন, তখনই রাস্তায় নেমে পড়তেন। এমনকি সেই আন্দোলন এত ভয়ংকর আকার নিতো যে, পুলিশ প্রশাসন এবং সিপিএম চাপে পড়ে যেত। তবে বর্তমানে তৃণমূল সরকারের আমলে যে অত্যাচার চলছে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর, তাকে প্রতিহত করতে এবং আন্দোলনকে সেই জায়গায় নিয়ে যেতে কি সক্ষম হচ্ছে বিজেপি? এই প্রশ্ন মাঝেমধ্যেই উঠেছে। এমনকি বিজেপি নেতা অর্জুন সিংহ, তিনিও মাঝেমধ্যেই একটু মনোযোগের সুরে বলেছেন যে, দলকে এত নিরামিষ ভাবে লড়াই করলে চলবে না। অর্থাৎ যে কায়দায় তৃণমূল বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে, তাদেরকে সেভাবেই জবাব দিতে হবে। তা না হলে ময়দানে টিকে থাকা যাবে না। আর এবার নদীয়ায় যেভাবে বিজেপি কর্মী খুনের যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে দলকে সংঘবদ্ধ ভাবে পথে নামতে হবে বলে তৃণমূলকে এক চুলও সুযোগ না দেওয়ারই বার্তা দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গিয়েছেন যে, নবদ্বীপে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। যেখানে তার বাড়িতে ঢুকে তাকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি তার মাথায় আঘাত করা হয়েছে। যার ফলে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হলেও প্রাণ হারিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিজেপি দলকে আরও সংঘবদ্ধ ভাবে পথে নেমে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

এদিন অর্জুন সিংহ বলেন, “যেভাবে বিজেপি কর্মীকে তৃণমূলের লোকেরা মেরেছে, তাতে সেই কর্মীর বাড়ির লোকেরা কান্নাকাটি করছে। দুদিন পরে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আমি বা আমার দলের লোকেরা তার বাড়িতে গিয়ে মালা পড়িয়ে দিলাম, এরকম হবে না। এরকম হওয়া উচিত নয়। সংগঠিতভাবে প্রতিবাদ করা উচিত। পথে নামা উচিত। যেভাবে সেই বিজেপি কর্মীকে মেরে ফেলা হয়েছে, তাতে নদীয়ায় সকল কর্মীদের সংগঠিতভাবে প্রতিবাদে নামা উচিত। আমার ঘরের কারোর কিছু হয়নি এটা ভাবা যাবে না। এই জায়গাটাতেই তৃণমূল প্রশ্রয় পেয়ে যাচ্ছে। তৃণমূলকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝিয়ে দেওয়া উচিত যে, আমাদের এক কর্মীকে খুন করা, মানে বিজেপিকে খুন করা। সেই ভাবে সকলের প্রতিবাদ করা উচিত।”

Exit mobile version