Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নাগরাকাটার ঘটনায় সিবিআই তদন্ত? আদালতে মামলা দায়ের হতেই প্রবল আশাবাদী সুকান্ত!  

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি নাগরাকাটায় যে ঘটনা ঘটেছে, তা কার্যত রাজ্যের আইনশৃঙ্খলাকে আবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। যেখানে ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানিয়ে এই ঘটনায় দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। তবে এনআইএ তদন্তের থেকেও এক্ষেত্রে সিবিআই তদন্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল বলেই মনে করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই আজ কলকাতা হাইকোর্টে এই নাগরা কাটার ঘটনা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানানো হয়েছিল। আর সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। এনআইএ তদন্তের দাবি জানিয়ে সেই মামলা দায়েরের প্রক্রিয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থা এই ব্যাপারে কি নির্দেশ দেয়, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। যেভাবে পুলিশ প্রশাসন এফআইআরে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তা নিয়েও প্রশ্ন রয়েছে বিরোধীদের মধ্যে। আর সেই ব্যাপারেই এনআইএ তদন্তের দাবি জানিয়ে মামলা হলেও, যেহেতু বিস্ফোরণ জনিত কোনো কিছু ধারা এক্ষেত্রে জড়িত নেই, তাই সিবিআই তদন্ত হওয়ারই বেশি সম্ভাবনা রয়েছে বলেই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর তিনি বলেন, “আমরা চাইছি, এক্ষেত্রে সিবিআই তদন্ত হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত হোক। এনআইএ সম্ভবত এক্ষেত্রে আসতে পারবে না, কারণ যেহেতু বিস্ফোরণের ধারা যুক্ত হয়নি, পুলিশ যদি এফআইআরে বিস্ফোরণের কোনো ধারা দিতো, তাহলে এটা এনআইএর সঙ্গে যুক্ত হতে পারতো। আমার মনে হয়, এটা সিবিআইয়ের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

Exit mobile version