Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নজরুল মঞ্চে মমতাকে দেওয়া হবে পুরস্কার? হঠাৎ কেন শুভেন্দুর মুখে এমন কথা?

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় মিথ্যাচার করেন। সব সময় মিথ্যার ওপর ভিত্তি করে রাজনীতি করেন। তিনি ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কোনোটাই তিনি পূরণ করেননি। উল্টে তিনি তার বিপরীত ধর্মী আচরণ করেছেন বলে কটাক্ষ করে বিরোধীরা। বারবার করে মুখ্যমন্ত্রীর এই মিথ্যাচার নিয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী এর আগেও বলেছেন যে, বিজেপি ক্ষমতায় এলে তাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হবে। আর গতকাল ব্যবসায়ীদের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বাংলার কৃতিত্ব নিয়ে তার সরকারের আমলে কি কি তিনি করেছেন, তা নিয়ে অনেক বড় বড় কথা বললেও, পাল্টা মুখ্যমন্ত্রীর এই মিথ্যাচারের জন্য বিজেপি ক্ষমতায় এসে নজরুল মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা নেত্রীরা ক্রমাগত প্রচার করছেন যে, উন্নয়ন যদি চান, তাহলে এবার আবার তৃণমূলকে আনতে হবে। কিন্তু তৃণমূল সরকারের আমলে কতটা উন্নয়ন, আর কতটা চোখের জল পড়েছে, তা খুব ভালো মতই উপলব্ধি করছেন রাজ্যের সাধারণ মানুষ। তাই সকলেই এখন পরিবর্তনের অপেক্ষায় প্রহর গুনছেন। আর এই পরিস্থিতিতে এবার ব্যবসায়ীদের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বাংলায় বেকারত্ব কমেছে বলে একাধিক দাবি করেছেন। তবে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকেই পাল্টা প্রশ্নের মুখে ফেলে দিয়ে তার মিথ্যাচার নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন ব্যবসায়ীদের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বাংলায় বেকারত্ব কমে যাওয়া থেকে শুরু করে শিল্পের সম্ভাবনা নিয়ে একাধিক মন্তব্য করেন। আর সেই বিষয়েই সাংবাদিকরা শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন। যার প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মুখ্যমন্ত্রী যখন এই সমস্ত কথা বলেন এবং যারা ওখানে বসে শুনছেন, তারা সকলেই জানেন যে, উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন না। উনি একটাও সত্যি কথা বলেন না, এটা সবাই জানে। কেউ সামনে বলতে পারেন না, অনেক কিছু ইস্যু থাকে। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জিই পাবে।”

Exit mobile version