Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নেপালে উত্তপ্ত পরিস্থিতি, সংসদ ভবনে ঢুকে পড়লো জনতা! পুলিশের গুলিতে মৃত্যু ২!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালে এবার তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। যেখানে জনতার বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছে। মূলত, ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছিল। আর তারপরেই রীতিমত ক্ষোভ তৈরি হয় জনতার মধ্যে। আর আজ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। যেখানে উত্তেজিত বিক্ষোভ কারীদের সামাল দিতে রীতিমত ব্যর্থ হয় প্রশাসন। যার ফলে চলে গুলি।

প্রসঙ্গত, গত ৪ তারিখ নেপাল সরকারের পক্ষ থেকে ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়। আর তারপরেই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয় যে, কি কারণে সরকার এইভাবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বন্ধ করতে চাইছে? স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে কোনো কারণ উল্লেখ না করায় সেই ক্ষোভ আরও বাড়তে শুরু করে। যার ফলে আজ বিক্ষোভকারীরা সংসদ ভবনের ভেতরে ঢুকে যায়। পুলিশের ব্যারিকেডকে উপেক্ষা করে শুরু হয় প্রতিবাদ।

জানা গিয়েছে, এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের প্রতিবাদে উত্তেজিত যুবক এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখায়। এমনকি পরবর্তীতে তারা সংসদ ভবনেও ঢুকতে শুরু করে। আর পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। যার ফলে এখনও পর্যন্ত সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। তবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের কারণেই নয়, সরকারের বিরুদ্ধে এতদিন ধরে যে ক্ষোভ তৈরি হয়েছিল, এই একটি কারণের মধ্যে দিয়ে বাকি অন্যান্য কারণকে সঙ্গে নিয়ে জনতার সেই রোষের বহিঃপ্রকাশের কারণেই নেপালে সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version