Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আজকের দিন খুব তাৎপর্যপূর্ণ” নেতাজীর কথা উল্লেখ করে বৈঠকের শুরুতেই কি বললেন অমিত শাহ?

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে কোন কোন বিষয়ে সোচ্চার হন, কি কি বিষয় তুলে ধরেন, তার দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর। তবে একদম সেই বৈঠকের শুরুতেই যে কথা অমিত শাহ বললেন, যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা তুলে ধরে আজকের দিনের তাৎপর্যের কথা সকলের কাছে তুলে ধরলেন, তাতে যারা বিজেপিকে বাংলা এবং বাঙালি বিরোধী দল বলে তাদের মুখে কার্যত ঝামা ঘষা করলো বলেই মনে করছেন একাংশ। ঠিক কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

কিছুক্ষণ আগেই সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে শুরু হয়েছে সাংবাদিক বৈঠক। যেখানে সকলের নজর রয়েছে অমিত শাহ কি বার্তা দেন, সেই দিকে। সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। আর তার আগে অমিত শাহের এই তিনদিনের বঙ্গ সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আর এবারের বঙ্গ সফরে তিনি প্রকাশ্য কোনো সভা করবেন না। দলীয় নেতা কর্মীদের নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার। তবে তার মাঝেই আজকের সাংবাদিক বৈঠক থেকে একেবারে শুরুতেই আজকের দিনের তাৎপর্যের কথা তুলে ধরে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তিনি বলেন, “আজকের দিনে ১৯৪৩ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে প্রথমবার স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। এটি খুব তাৎপর্যপূর্ণ দিন।” বিশেষজ্ঞরা বলছেন, অমিত শাহ সাংবাদিক বৈঠকের একদম শুরুতেই দেশের ইতিহাসের কথা তুলে ধরে বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা তুলে ধরে বড় বার্তা দেওয়ার চেষ্টা করলেন। তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বলার চেষ্টা করে যে, বিজেপি নাকি বাংলা বিরোধী দল। তবে তাদের সেই বক্তব্যকে রীতিমত খন্ডন করে দিয়ে নেতাজী সুভাষ চন্দ্রের অবদানের কথা তুলে ধরে আজকের দিনের তাৎপর্যের কথা উল্লেখ করে দেশের স্বাধীনতার ইতিহাসের স্মৃতিচারণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version