Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking নিয়োগের দাবিতে টেট উত্তীর্নদের বিক্ষোভ, মেট্রো স্টেশন থেকে বেরোতেই ধরপাকড় শুরু পুলিশের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে মাঝেমধ্যেই আন্দোলন হয়েছে। মাঝেমধ্যেই আন্দোলনকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। কিন্তু সেই আন্দোলনকে দমন করতে পুলিশের বিভিন্ন কারসাজিও সমালোচনার মুখে পড়েছে। আজ ২০২২ সালের টেট উত্তীর্ণ ব্যক্তিরা চাকরির দাবিতে রাস্তায় নেমে ছিলেন। কিন্তু তারা মেট্রো স্টেশন থেকে বের হতেই তাদের গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করে দেয় পুলিশ।

বলা বাহুল্য, ২০২২ সালের যারা টেট উত্তীর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযানের পরিকল্পনা করেছিলেন। সেই মত করুণাময়ী মেট্রো স্টেশনের বাইরে জমায়েতের কথা ছিল। তবে একেবারে সময় মেনে সেই জমায়েত যখন হবে, ঠিক তার আগেই সেখানে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। যে সমস্ত টেট উত্তীর্ণরা মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে জমায়েতির জন্য আসবেন, সেই মেট্রো স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল বিশাল পুলিশের টিম। আন্দোলনকারীরা সেখান থেকে বের হতেই তাদের একের পর এক গ্রেপ্তার করে গাড়িতে তুলতে শুরু করে পুলিশ।

আর পুলিশের এই অতি সক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, এই রাজ্যের পুলিশ মানুষকে সুবিচার দিতে পারে না। উল্টে তার বদলে যারা আন্দোলন করছে, যারা নিজেদের চাকরি পাওয়ার দাবিতে রাস্তায় রয়েছেন, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুরোপুরি তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। আর সেই কারণে ন্যায্য বিষয়ে আন্দোলন করার পরেও আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। যেভাবে টেট উত্তীর্ণদের আন্দোলনকে বাধা দিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করলো, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই দাবি রাজনৈতিক সমালোচকদের।

Exit mobile version