Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠন?” ভয়ংকর প্রশ্ন তুলে দিয়ে শোরগোল ফেলে দিলেন পার্থ ভৌমিক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হলে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। এমনকি প্রত্যেকটি মঞ্চ থেকে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা একজন ভোটারেরও নাম বাদ গেলে বাংলায় আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন। কেউ আবার রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথাও বলছেন। আবার কেউ বা বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন। যার ফলে প্রশ্ন উঠছে যে, তৃণমূলের এত ভয় কেন এই এসআইআর নিয়ে? আর এসবের মধ্যেই এবার আরও বড় প্রশ্ন তুলে দিয়ে রীতিমত শোরগোল ফেলে দিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।

প্রসঙ্গত, এসআইআর যে বাংলায় হতে চলেছে, সেই ব্যাপারে প্রায় সকলেই নিশ্চিত। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে। আর তার মধ্যেই শাসক থেকে শুরু করে বিরোধী, একে অপরের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েছেন। বিভিন্ন মঞ্চকে বেছে নিয়ে তৃণমূল নেতারা এসআইআরের বিরুদ্ধে হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন। পাল্টা অবৈধ ভোটার বাদ গেলে তৃণমূলের ক্ষমতায় থাকা হবে না জন্যেই তাদের এই ধরনের হুমকি বলে দাবি করছে বিজেপি। আর তার মধ্যেই এবার নির্বাচন কমিশনকে নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ।

এদিন এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, “বিজেপি নেতারা বলছেন অনেক নাম বাদ যাবে। তাহলে নির্বাচন কমিশনের নাম বিজেপি এত দায়িত্ব নিচ্ছে কি করে? তাহলে নির্বাচন কমিশন কি বিজেপির কোনো শাখা সংগঠন? এসআইআর হলে সারা ভারতবর্ষে একসঙ্গে হবে। এইভাবে নির্বাচনের এক মাস আগে তার কোনো প্রস্তুতি থাকবে না?”

Exit mobile version