প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমনিতেই প্রত্যেকটা নির্বাচনের আগে নির্বাচন কমিশন বিজেপির কথামত চলছে বলে মন্তব্য করে থাকেন। স্বাভাবিকভাবেই তিনি আজ এসআইআরের এই পরিস্থিতিতে এমনিতেই আতঙ্কে রয়েছেন। তার মধ্যে তিনি যে নির্বাচন কমিশনকে আক্রমণ করবেন, সেই সম্পর্কে সকলেরই একটা ধারণা ছিল। কিন্তু এর পাশাপাশি তিনি আরও যে সমস্ত কথা বললেন, তা নিয়ে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, যে সমস্ত কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন এবং যেভাবে তিনি সংবিধানকে চ্যালেঞ্জ জানিয়েছেন, তাতে তিনি তার এই বক্তব্যের স্বপক্ষে সঠিক যুক্তি, তথ্য এবং প্রমাণ দিতে পারবেন তো? কিন্তু ঠিক কি বলেছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান?
আজ এসআইআরের বিরুদ্ধে বনগাঁর ত্রিকোন পার্কে একটি সভায় উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই তিনি বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে যে কড়া ভাষায় আক্রমণ করবেন, সেই সম্পর্কে সকলেই প্রায় নিশ্চিত ছিলেন। পাশাপাশি অনেকেই ভেবেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে অনেক বিতর্কিত মন্তব্য করে বসতে পারেন। এমনিতেই তিনি বিভিন্ন সভায় যে সমস্ত কথা বলেন, তা নিয়ে প্রাশই প্রশ্ন ওঠে। আর এসআইআর আবহে যখন প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে যথেষ্ট আতঙ্কিত হয়ে আজকের সভা থেকে একাধিক বক্তব্য রাখবেন, তাতে বিরোধীরাও নিশ্চিত ছিলেন। আর সেই সভা থেকেই নির্বাচন কমিশনকে আক্রমণ করতে গিয়ে বিজেপির অফিস থেকে লিস্ট তৈরি করে দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বনগাঁর সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলেন, “বিজেপিকে বারবার বলি, আমার সঙ্গে খেলতে যাস না। আমি খেলতে নামলে আমাকে ধরতেও পারবে না। সব এজেন্সি, কোটি কোটি টাকা দিলেও নাগাল পাবে না। আমি কিছু করলে তা শেষ করে ছাড়ি। আমরা বলেছি, একজন বৈধ ভোটারকে তাড়ানোর অধিকার নেই। বিজেপির অফিস থেকে লিস্ট তৈরি করে দেবে, আর, কমিশনের কাজ নিরপেক্ষ থাকা। বিজেপির কমিশন হওয়া নয়।” আর এখানেই পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে পদ্ম শিবিরের ঘনিষ্ট মহল। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এই যে বলছেন, বিজেপির অফিস থেকে লিস্ট তৈরি করে দেবে, এর সঠিক প্রমাণ তার কাছে আছে তো? তিনি কোন ভিত্তিতে এই সমস্ত কথা বলছেন? যদি তিনি সঠিক প্রমাণ দিতে নাই পারেন,য়যদি তিনি এইভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করতে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? একজন মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসে থেকে সংবিধানকে যেভাবে প্রতিনিয়ত চ্যালেঞ্জ চালাচ্ছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান, যেভাবে এসআইআরের বিরুদ্ধে কার্যত বেনজিরভাবে তিনি রাস্তায় নামছেন, তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলেই দাবি করছে পদ্ম শিবিরের ঘনিষ্ঠ মহল।
