Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নীতীশের মুখে চওড়া হাসি, দশমবারের জন্য আজই মুখ্যমন্ত্রী পদে শপথ! বিহারে জমকালো আয়োজন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অনেক লাফালাফি করেছিল বিরোধী মহাজোট। রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এমনভাবে প্রচার করতে শুরু করেছিলেন, যেন তারা ক্ষমতা দখল করে ফেলেছেন। মুখ্যমন্ত্রী কে হবেন, সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু বিহারের ফলাফল যেদিন বের হলো সেদিনই প্রমাণ হয়ে গেল যে, রাজনীতিতে তারা নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের কাছে কতটা অনভিজ্ঞ। সমস্ত জল্পনাকে ধূলিসাৎ করে দিয়ে, সমস্ত রেকর্ড ব্রেক করে বিপুল আসন নিয়ে ক্ষমতা দখল করেছে এনডিএ। যেখানে একক গরিষ্ঠ দল হয়েছে বিজেপি। আর আজ হতে চলেছে বিহারের শপথ গ্রহণ অনুষ্ঠান।

বিহারে ফলাফলে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও, অনেকের মধ্যেই প্রশ্ন ছিল যে, মুখ্যমন্ত্রী কে হবেন? তাহলে কি নীতিশ কুমারের ওপরেই আস্থা রাখা হবে, নাকি বিজেপি কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে? তবে শেষ পর্যন্ত ফের সেই নীতীশ কুমারের হাতেই যেতে চলেছে বিহারের সরকারের ব্যাটন। আজ আজ দশম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। যে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রীতিমত জমকালো আয়োজন শুরু হয়েছে পাটনায়।

জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ১১ টায় বিহারের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। যেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। সব মিলিয়ে দশম বারের জন্য ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার।

Exit mobile version