Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নবান্ন অভিযানের আগেই থরথর করে কাঁপছে মমতা পুলিশ? এখন থেকেই রাস্তা ঝালাই করে ব্যারিকেড!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান দেখেছে বাংলা। যেখানে পুলিশ কিভাবে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকেছে, তা সকলের নজরে এসেছে। আর আগামী ৯ আগস্ট যে নবান্ন অভিযান হতে চলেছে, যেভাবে সমাজের সর্বস্তরের মানুষ অভয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে নবান্নের দিকে যাবেন বলে খবর পেয়েছে পুলিশ, তাতে কিন্তু এখন থেকেই সব রকম প্রতিরোধের চেষ্টা শুরু হয়ে গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেখানে এই রাজ্যের শাসক দল দাবি করে যে, রাজ্যে বিরোধী বলতে কিছু নেই, সেখানে এই ৯ আগস্টের এই নবান্ন অভিযানে তাদের এত ভয় কেন? সামান্য একটি প্রতিবাদে কেন সমাজের সর্বস্তরের মানুষ যেখানে সামিল হচ্ছে, সেখানে তাদেরকে আটকানোর জন্য আগে থেকেই শুরু হয়ে গিয়েছে পুলিশের যাবতীয় প্রস্তুতি?

জানা গিয়েছে, ইতিমধ্যেই ৯ আগস্টের এই নবান্ন অভিযানের তীব্রতার ব্যাপারে থরথর করে কাঁপতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। যার ফলে তারা যে এই নবান্ন অভিযানে যথেষ্ট ভীত, সেই ব্যাপারে ইতিমধ্যেই আরও বেশি করে নিশ্চয়তা পাওয়া গিয়েছে, কারণ প্রশাসনের পক্ষ থেকেই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সমস্ত প্রস্তুতি। যেখানে রাস্তা ঝালাই করে নবান্নে যাওয়ার আগেই বসানো হচ্ছে ব্যারিকেড। স্ট্যান্ড রোড, এমজি রোডের ক্রসিংয়েও ব্যারিকেড বসানোর কাজ শুরু হবে বলে খবর। অর্থাৎ কোনোভাবেই যাতে নবান্নের দিকে কেউ যেতে না পারে, তার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশাসনের অন্দরমহলে।

আর প্রশাসনের এই অতি সক্রিয় মনোভাব নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, অভয়ার মৃত্যু সকলের মননে আঘাত দিয়েছে। এখনও পর্যন্ত বিচার হয়নি। তাই যে রাজ্যে সরকারি কর্মক্ষেত্রে এইভাবে কোনো এক চিকিৎসক, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়, সেই রাজ্যের আইন শৃঙ্খলা যে ক্রমশ বিনষ্ট হচ্ছে, তা বোঝাই যাচ্ছে। তবে শুধু অভয়ার ঘটনা নয়, তারপরেও এই রাজ্যে ঘটে গিয়েছে একের পর এক নারী নির্যাতনের মত বীভৎস্য ঘটনা। কিন্তু সরকারের লজ্জা বলতে কিছু নেই। তাই ২০২৬ এর নির্বাচনের আগে নবান্নে ধাক্কা দেওয়াটা জরুরী। কিন্তু সরকার প্রতিবাদীদের মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখে না জন্যেই এখন থেকেই সেই নবান্ন অভিযানকে আটকাতে সবরকম বল প্রয়োগের চেষ্টা শুরু হয়ে গিয়েছে। আর এই ঘটনা থেকেই স্পষ্ট যে ৯ আগস্টের নবান্ন অভিযানের কারণে এতদিন আগে থেকেই থরথর করে কাঁপতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বলেই দাবি বিরোধীদের।

Exit mobile version