প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে রাজ্যে আজ থেকেই শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া। এতদিন ধরে চর্চা থাকলেও, গতকাল দিল্লিতে নির্বাচন কমিশন বৈঠকেই জানিয়ে দিয়েছে যে, পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যে এই এসআইআর এবার শুরু হতে চলেছে। তবে এসআইআরে প্রধান ভূমিকায় রয়েছে বিএলওদের। স্বাভাবিকভাবেই তাদের নিরপেক্ষতা অবশ্যই দেখার মত বিষয় সকলের কাছে। তবে বিএলওদের পাশাপাশি যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলও ২ এর কাজ করবেন, তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। কেননা কোনভাবেই ভোটার লিস্টে আর কারচুপির কৌশল না পেয়ে এখন রাজ্যের শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা বিরোধীদের তরফে যারা বিএলও টু হবেন, তাদের ওপর হামলা করার কৌশল বেছে নেবে। আর সেই প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগ বিজেপির। আর সেই কথা উল্লেখ করেই এসআইআরকে স্বাগত জানালেও নির্বাচন কমিশনকে বিএলও টুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, ইতিমধ্যেই আজ থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে বিএলওদের কাজ সুষ্ঠুভাবে সেই প্রক্রিয়াকে সম্পন্ন করা। পাশাপাশি এই গোটা প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হচ্ছে কিনা, সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএলও টু দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তারা কতটা নিরাপত্তার সঙ্গে এই রাজ্যের বুকে কাজ করতে পারবে, এটা নিয়েও সংশয় রয়েছে বিরোধীদের মধ্যে। কারণ যেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ওপর প্রতিমুহূর্তে হামলা হয়, সেখানে বিএলও টু, যারা বিরোধীদের পক্ষ থেকে রয়েছে, তাদের পক্ষে আদৌ কাজ করা সম্ভব হবে কিনা, তারা কাজ করতে নামার আগেই তাদের বাড়িতে সন্ত্রাস চালানো হবে কিনা, এইরকম একটি সংশয় বিরোধীদের মধ্যে কাজ করছে। তাই এবার সেই সমস্ত বিএলও টু দের নিরাপত্তা দেওয়ার দাবি কমিশনের কাছে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন জগদ্ধাত্রী পুজোর সূচনা পর্বে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই এসআইআর নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি গোটা প্রক্রিয়াকে স্বাগত জানান। আর তারপরেই বিএলও টু দের ওপর যেভাবে হামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “স্বাগত জানাই। গাইডলাইন অনুযায়ী সবটা হবে। তবে নির্বাচন কমিশন বিএলএ টু দের সুরক্ষা দিক। ইতিমধ্যেই বিএলএ টু দের বাড়িতে হামলা শুরু হয়েছে। দিনহাটায় হয়েছে।”
