প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সকাল থেকেই তাহেরপুরের সভায় মানুষের ভিড় রীতিমতো উপচে পড়ছে। বিজেপি নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত মানুষের এই স্বতঃস্ফূর্ততা দেখে। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। তারপরেই তাহেরপুরের সভায় পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন তিনি। আর তারপরেই সেখান থেকে হেলিকপ্টার করে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী।
শীতের সকালে সমস্ত কিছুকে অতিক্রম করে প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তার কথা শোনার জন্য বহু জেলা থেকে তাহেরপুরে এসেছেন বিজেপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। বিজেপির পক্ষ থেকে যেমন জনসমাগম আশা করা হয়েছিল, তা অতিক্রম করে গিয়েছে বলেই খবর। যার ফলে পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের আশায় মানুষ নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখছেন, তা এই জনতার ঢল দেখে আরও নিশ্চিত করেই বলতে শুরু করেছেন বিজেপি নেতারা। তবে সকলের একটাই অপেক্ষা যে, প্রধানমন্ত্রী কখন মঞ্চে আসবেন, কখন তিনি বার্তা দেবেন। অবশেষে রাজ্যে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, আজ সকাল ১০ঃ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে রাজ্যের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি বিজেপির বেশ কিছু নেতৃত্বরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। আর কিছুক্ষণ আগেই সেই কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে তাহেরপুরে যে সরকারি কর্মসূচি এবং তারপর যে পরিবর্তন সংকল্প সভা রয়েছে, সেখানে যোগ দেওয়ার জন্য আকাশ পথে রওনা হলেন নরেন্দ্র মোদী।
