Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অযোগ্যদের তালিকা প্রকাশিত, যোগ্যদের সুরাহা কবে? মমতাকে দ্রুত এই কাজ করতে বললেন শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই রীতিমত মাথায় বাজ ভেঙে পড়েছিল যোগ্য চাকরিহারা ব্যক্তিদের। সকলের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে, কিছু অযোগ্য ব্যক্তির কারণে কেন পুরো প্যানেল বাতিল হয়ে গেল? তা নিয়ে দীর্ঘদিন আন্দোলন হয়েছে। তবে সম্প্রতি এসএসসির পক্ষ থেকে ১৮০৪ জনের অযোগ্য তালিকা প্রকাশ হয়েছে। যার ফলে বাকিরা যে যোগ্য, সেই রকম একটি বিষয় উঠে আসে। যদিও বা অনেকে বলছেন যে, এই অযোগ্যের তালিকায় আরও অনেকে রয়েছেন। যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা অসম্পূর্ণ। আর তার মধ্যেই দাঁড়িয়ে সবাইকে পরীক্ষা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাতে অনেক যোগ্যরাও চিন্তার মধ্যে পড়েছিলেন। একসময় পরীক্ষা দিয়ে তারা পাশ করে চাকরি পেলেও কেন আবার তাদের পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্নটাও উঠতে শুরু করেছিল। তবে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করার পরেই এবার যোগ্যদের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বলা বাহুল্য, ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই চিন্তা তৈরি হয়েছিল যোগ্যদের মধ্যে। তাদের আবার পরীক্ষায় বসতে হবে, কিভাবে তারা নিজেদের মেধাকে আবার প্রতিষ্ঠিত করবেন, এত বছর পর তাদের পরীক্ষায় বসার অর্থ কি! তা নিয়ে বিভিন্ন সংশয় তৈরি হয়েছিল। সকলে একটাই দাবি করেছিলেন যে, একসময় মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েই তো তারা চাকরি পেয়েছেন। কেন তাদের আবার পরীক্ষা দিতে হবে? তবে এবার যখন অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিয়েছে এসএসসি, তখন যোগ্যরা যাতে পরীক্ষা না দেয়, তারা যাতে তাদের চাকরি চালিয়ে যেতে পারে, তার জন্যই রাজ্যকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের যাতে আর বিপদের মুখে পড়তে না হয় তার জন্যই সুপ্রিম কোর্টে রাজ্যকে আবেদন করার বার্তা দিলেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, “অযোগ্য যদি ১৮০৪ বাদ চলে যায়, তাহলে ১৫ হাজারেরও বেশি, যারা শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন, তারা যোগ্য। মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে ৭ তারিখের আগে এই অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের তালিকা নিয়ে প্রধান বিচারপতির কাছে পৌঁছন। মুখ্যসচিবকে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে আবেদন করতে বলুন যে, এই ১৮০৪ জন বাদ দিয়ে বাকিরা যোগ্য। এরা যেন তাদের চাকরি চালিয়ে যেতে পারে।” অর্থাৎ যে সমস্ত যোগ্য চাকরিহারা ব্যক্তিরা এতদিন চিন্তার মধ্যে ছিলেন, অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর এবার সেক্ষেত্রেই রাজ্যকে সমস্ত জটিলতা দূর করার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে যোগ্য চাকরিহারা ব্যক্তিদের স্বার্থে তার এই পরামর্শ রাজ্য কতটা গায়ে লাগায় এবং সেই মত পদক্ষেপ গ্রহণ করে, নাকি অযোগ্যদের বাঁচানোর নতুন করে ফন্দি শুরু হয়, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

Exit mobile version