প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছু সময় পরেই তাহেরপুরে তার যে সভা রয়েছে, সেখানে পৌঁছে যাবেন তিনি। ইতিমধ্যেই সেই সভাস্থলে উপচে পড়ছে ভিড়। প্রচুর মানুষ শুধু নদীয়া জেলা থেকে নয়, অন্যান্য জেলা থেকেও প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য সেই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আর মোদীর সভায় আসতে গিয়েই মর্মান্তিক পরিণতি হলো চার ব্যক্তির।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা শোনার জন্য তাহেরপুরে সভায় ভিড় উপচে পড়েছে। প্রচুর মানুষ সেই সভা স্থলে এসে উপস্থিত হয়েছেন। ২০২৬ এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর বিজেপি নেতা কর্মীদের কাছেও বাড়তি উন্মাদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর প্রধানমন্ত্রীর সেই বার্তা শোনার জন্যই মুর্শিদাবাদ জেলা থেকে নদীয়ার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চার ব্যক্তি। কিন্তু পথেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তারা।
জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদ থেকে নরেন্দ্র মোদীর সভায় যোগ দেওয়ার জন্য রওনা হয়েছিলেন চার ব্যক্তি। কিন্তু তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি একটি জায়গায় দুর্ঘটনা ঘটে। যেখানে ট্রেনের ধাক্কায় সেখানেই তিনজন ব্যক্তির মৃত্যু হয়। পরবর্তীতে আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। আর বহু আশা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য মুর্শিদাবাদ থেকে রওনা হওয়া এই চার ব্যক্তির মর্মান্তিক পরিণতি রীতিমত শোকের আবহ তৈরি করেছে রাজ্যজুড়ে।
