Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অপেক্ষার ১ দিন, রাজ্যে আসছেন মোদী! সভার প্রস্তুতি ঘিরে সাজো সাজো রব!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআরের পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা যে এবার বিজেপির পাখির চোখ এবং বাংলা যে এবার তারা দখল করতে চলেছে, সেই ব্যাপারে বারবার আত্মপ্রত্যয়ী সুর শোনা গেছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের গলায়। বিহার জয়ের দিনেই সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে বাংলা দখলের ব্যাপারে বার্তা দেন স্বয়ং নরেন্দ্র মোদী। তবে বিজেপির যিনি মূল প্রচারক, যাকে দেখে উজ্জীবিত হন কর্মীরা, তিনি যদি বাংলায় আসেন, তাহলে স্বাভাবিকভাবেই কর্মীদের উন্মাদনা বৃদ্ধি পাবে। আর তাই অপেক্ষার যখন একদিন রয়েছে, তখন চূড়ান্ত প্রস্তুতি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে।

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বিজেপি নেতা কর্মীরা কার্যত প্রস্তুত, বাংলা দখলের ব্যাপারে। তবে অনেকের মধ্যেই সংশয় ছিলো যে, বাংলার কর্মীরা তো লড়াই দিতে চাইছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কি চাইছে বাংলা দখল করতে? কিন্তু ইতিমধ্যেই সেই সমস্ত সংশয় দূর হয়ে গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের একের পর এক তৎপরতার মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর পর্বের পর রীতিমত অনেকটাই ব্যাকফুটে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে আগামী শনিবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, আগামী শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে নদীয়ার তাহেরপুরে একটি সভা করবেন তিনি। আর সেই সভা ঘিরেই রীতিমত উন্মাদনা তৈরি হয়েছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে। সভায় জনসাধারণের উপস্থিতির জন্য বড় মাপের ব্যবস্থা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। কোথাও যাতে কর্মীদের বা সভায় আগত মানুষদের অসুবিধা না হয়, তার জন্য প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। রীতিমত ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সভাস্থল। সব মিলিয়ে ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ঘিরে রীতিমত উন্মাদনা এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে বঙ্গ বিজেপির নেতা কর্মীদের মধ্যে।

Exit mobile version