Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অপারেশন সিঁদুরে এত আপত্তি? প্রশাসনের চাপেই বন্ধ হয়ে গেল এই ক্লাবের দুর্গাপুজো! জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধীরা মাঝেমধ্যেই দাবি করে, এই রাজ্যে হিন্দু সনাতনীদের সংস্কৃতি লঙ্ঘিত হচ্ছে। প্রতিমুহূর্তে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তাদের প্রশাসন তাদের ইচ্ছেমত কাজ করতে হবে, তা না হলেই দুর্গাপুজোর মত ধর্মীয় উৎসবও বাঁধাদান করার সব রকম চেষ্টা করছে। বেছে বেছে যে ক্লাবের সঙ্গে বিজেপি নেতারা জড়িত, তাদের পুজোতে যাতে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করা যায়, তার মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন বলেই অভিযোগ বিরোধীদের। তবে ৭২ বছরের পুরনো পুজো, যার থিম এবার করা হয়েছিল অপারেশন সিঁদুর, সেই থিম করার কারণেই কি সেই পুজো প্রশাসনের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হলো উদ্যোক্তাদের? ইতিমধ্যেই যে ঘটনা সামনে এসেছে, তাতে অনেকেই রীতিমত হতবাক হয়ে যাচ্ছেন।

কি ঘটনা ঘটেছে? দক্ষিণ ২৪ পরগনা সাগরের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত চকফুলডুবি বাজার সার্বজনীনের পুজো। প্রায় ৭২ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবার তারা থিম করেছিল অপারেশন সিঁদুর। যেখানে কোনোরকম রাজনীতির বিষয় নেই। যেভাবে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে দেশ এবং দেশের সেনাবাহিনী পাকিস্তানকে জবাব দিয়েছে, সেই বিষয়টি নিয়েই তারা সেনাবাহিনীর সাফল্যের বিষয়টি এই পূজা মন্ডপের থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছে। কিন্তু পুজো উদ্যোক্তাদের দাবি, এটাতেই প্রশাসনের বাধার মুখে পড়তে হয়েছে তাদের।‌ এই থিমে নাকি ঘোরতর আপত্তি রয়েছে প্রশাসনের! যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত এই পুজো বন্ধ করতে হচ্ছে ক্লাব উদ্যোক্তাদের।

এদিকে এই খবর সামনে আসতেই রীতিমতো নানামহলে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দেশের সেনাবাহিনী নিয়েও অ্যালার্জি রয়েছে এই রাজ্যের প্রশাসনের। আসলে কেন্দ্রীয় সরকারে বিজেপি রয়েছে। প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তাই তাদের আমলে দেশ শত্রুপক্ষকে জবাব দিয়েছে, এটা হয়ত তৃণমূল সরকার এবং তাদের এই দলদাস প্রশাসন মেনে নিতে পারছে না। তাই সেনাবাহিনীর সাফল্য নিয়ে দুর্গা পূজার মধ্যে কোনো থিম যদি কোনো ক্লাব তুলে ধরে, সেখানেও তাদের বাধা দান করা হচ্ছে। এর মত নির্লজ্জ প্রশাসন আর কোথাও নেই। এর মধ্যে দিয়ে হিন্দু সনাতনীদের সংস্কৃতিকে যেমন বাধা দান করা হলো, ঠিক তেমনই দেশের সেনাবাহিনীকেও চরম অপমান করা হলো বলেই দাবি করছে বিরোধীরা।

Exit mobile version