Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অপারেশন সিঁদুরের সাফল্যের জের! দীপাবলিতে সেনাবাহিনীর সঙ্গে উৎসবে মোদী!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
হাতে আর কয়েকটা দিন। তারপরেই আলোর উৎসবে ভাসবে গোটা দেশ। দীপাবলির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এবার সেই আলোর উৎসব বা দীপাবলি অন্যভাবে কাটাতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই এই দেশের বুকে ঘটে গিয়েছে বড় ঘটনা। অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। তবে যাদের জন্য ভারতবর্ষ আজ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বা শত্রু দেশকে জবাব দিতে পেরেছে, সেই সেনাবাহিনীর অবদান ভোলার নয়। বারবার করে সেনাবাহিনীকে কৃতিত্ব জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার দীপাবলীর উৎসবটা সেই নৌসেনার সঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বলা বাহুল্য, কাশ্মীরের পহেলগাওতে যে জঙ্গি হামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুর প্রয়োগ করেছিল ভারত। যেখানে এই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানের কোমর কার্যত ভেঙে দেওয়ার মত ঘটনা ঘটেছিল। কাবু হয়ে গিয়েছিল পাকিস্তান। তবে ভারতের পক্ষ থেকে এই অপারেশন সিদুরের মধ্যে দিয়ে প্রত্যাঘাত করা সম্ভব হয়েছে একমাত্র সেনাবাহিনীর জন্য। তাই যে সমস্ত সেনাবাহিনীরা দেশকে রক্ষা করেছে বা তাদের সঙ্গেই উৎসবের সময়টা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্য উদযাপনে এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে দীপাবলীর সময়টা নৌ সেনার সঙ্গেই সময় কাটাবেন তিনি। অর্থাৎ অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে যেভাবে শত্রু দেশকে জবাব দেওয়া সম্ভব হয়েছে, সেক্ষেত্রে মূল কৃতিত্ব সেনাবাহিনীকেই দিতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী। আর সেই কারণেই দীপাবলীর মরশুমে ঐতিহাসিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version