Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কোন ম্যাজিক ফর্মুলায় অপারেশন সিঁদুর কামাল দেখিয়েছিল? খোদ প্রধানমন্ত্রী মোদী জানালেন দেশবাসীকে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উপযুক্ত জবাব দিয়েছে ভারত। কীভাবে সেই অভিযানে তিন বাহিনী একসঙ্গে কাজ করেছে, তা আজ রাজস্থানের জনসভা থেকে প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, “২২ এপ্রিল জঙ্গিরা ধর্ম দেখে আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। গুলি চালিয়েছিল পহেলগাঁওয়ে, কিন্তু সেই গুলি যেন ১৪০ কোটি ভারতীয়ের হৃদয়ে আঘাত করেছিল। দেশবাসী চেয়েছিল এমন জবাব দেওয়া হোক, যা ওরা কল্পনাও করতে পারবে না। সেনার সাহস আর আপনাদের আশীর্বাদে আমরা সেই জবাব দিয়েছি।”

মোদী আরও জানান, “আমাদের সরকার তিন বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। সেনাবাহিনী এমন পরিকল্পনা করেছিল যে পাকিস্তান মাথা নত করতে বাধ্য হয়েছে। মাত্র ২২ মিনিটে জঙ্গিদের ৯টি বড় ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। যারা ভেবেছিল ভারতের বোনেদের সিঁদুর মুছে দেবে, তারা আজ বুঝেছে এই সিঁদুর কীভাবে বারুদে পরিণত হয়।”

শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের সম্মান রক্ষা করব। যারা ভারতীয়ের রক্ত বইয়েছে, তাদের প্রতিটি বিন্দুর হিসাব দিতে হয়েছে। আজ রাজস্থানের মাটি থেকে গর্ব করে বলছি, যারা আমাদের অপমান করতে চেয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।”

এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করলেন, ভারত শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে উপযুক্ত সময়েই কঠোর জবাব দিতে সক্ষম।

Exit mobile version