Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অপারেশন সিঁদুর নিয়ে গোপন তথ্য ফাঁস, জানলে চমকে উঠবেন আপনিও!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। তবে এই অপারেশন সিঁদুর নিয়ে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন ছিল। পাকিস্তানকে জবাব দিয়ে যেভাবে অপারেশন সিঁদুর সাফল্য পেয়েছে, তাতে এই নাম কে ঠিক করেছেন, কিভাবে এই লোগো তৈরি করা হয়েছে, তা নিয়ে এতদিন বিভিন্ন মহলে কৌতূহলের শেষ ছিল না। তবে এবার সেই বিষয়েই জানা গেল গোপন খবর।

মূলত, “অপারেশন সিঁদুর” নামের পেছনে যে একটা বড় বার্তা রয়েছে, সেই সম্পর্কে জেনে গিয়েছে গোটা দেশ। কেননা যেভাবে কাশ্মীরের জঙ্গিরা ধর্ম জেনে জেনে মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়ে তাদের স্বামীদের হত্যা করেছে, তার বিরুদ্ধেই সেই সিঁদুরকে সম্মান জানিয়েই যে এই অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে, তা সকলেরই জানা। যে নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নামের পাশাপাশি যে লোগো তৈরি করা হয়েছে, এবার তার পেছনে দুজন বড় ব্যক্তির ভূমিকা রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।

জানা গিয়েছে, এই অপারেশন সিঁদুরের যে লোগো, সেই লোগোর ডিজাইন করেছেন লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং। যে লোগো তৈরি করার কাজ সম্পন্ন করতে ৪৫ মিনিট সময় লেগেছিল বলে খবর‌। একাংশ বলছেন, কালো চিত্রের ওপর সিঁদুরের গুঁড়ো ব্যবহার করা এবং তার সঙ্গে লাল অক্ষরে অপারেশন সিঁদুর লেখা যে লোগো সামনে এসেছে, তা গোটা ভারতবাসীর মন জয় করে নিয়েছে। এই লোগো শুধু লোগো নয়, এটা গোটা দেশবাসীর কাছে একটা বড় আবেগ। আর সেই আবেগ বাস্তবের মাটিতে যারা রূপায়িত করেছেন, এবার জানা গেল তাদের দুজনের নাম।

Exit mobile version