Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“পাকিস্তানের দালাল” সেনাবাহিনী নিয়ে মমতার মন্তব্যে আরামবাগে “ছিঃ” শব্দে গর্জে উঠলেন শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি মেয়ো রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চ খোলার কারণে সেনা বাহিনীর উদ্দেশ্যে যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তা নিয়ে প্রথম দিন থেকেই প্রতিবাদ শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে যে, ২০০ সেনা নাকি তাকে দেখে পালিয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই একজন দেশপ্রেমিক মানুষ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাবাহিনীর উদ্দেশ্যে এই মন্তব্য কোনমতেই মেনে নিতে পারছেন না রাজ্যের বিরোধী দলনেতা। আজ আরামবাগে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত হয়ে সেই সভা থেকেও গোটা বিষয়ে গর্জে উঠলেন তিনি।

প্রসঙ্গত, আজ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা ডাকে বিজয় সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল। আর সেই যাত্রায় সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে পদযাত্রা করার পর একটি সভায় বক্তব্য রাখেন তিনি। আর সেই সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে মন্তব্য করেছেন, তা নিয়ে সোচ্চার হোন রাজ্যের বিরোধী দলনেতা। রাজনীতির উর্ধ্বে উঠে যে সেনাবাহিনী দেশের নিরাপত্তার জন্য অতন্দ্রপ্রহরী হয়ে কাজ করে, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে রীতিমত ধিক্কার জানিয়ে “ছিঃ, ছিঃ” বলে কটাক্ষ করেন তিনি।

“শুভেন্দু অধিকারী বলেন, আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। যে সেনাবাহিনীকে দেখে পাকিস্তান পালিয়ে যায়, চীন পালিয়ে যায়, বাংলাদেশ তো দূরের কথা, ওরা ছারপোকা, ওদের কথা ছেড়ে দিন। আমাদের সেনাবাহিনী জাতিসংঘে তার কাজের জন্য প্রশংসিত হয়। আজকে সেই সেনাবাহিনীকে দেখে বলছে, তাকে দেখে নাকি সেনাবাহিনী পালিয়ে গিয়েছে। ছিঃ, ছিঃ। আপনি তৃণমূল, আপনি বিজেপি, আপনি সিপিএম, আপনি হিন্দু, আপনি মুসলিম, ছেড়ে দিন। সবার আগে আপনি ভারতীয়। আর আপনি যখন ঘুমোতে যান, তখন আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন, তার কারণ, এই সেনাবাহিনীরা রয়েছে আজকে সেই সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। আর যারা এই ধরনের কথা বলছে, তারা পাকিস্তানের দালাল।”

Exit mobile version