Site icon প্রিয় বন্ধু মিডিয়া

পিতৃপক্ষে হিজাব পড়ে পূজা উদ্বোধন মমতার! “মা দুর্গার অভিশাপেই হয়েছে” জলমগ্ন কলকাতা নিয়ে মন্তব্য শুভেন্দুর!  

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পুজোর আগে রীতিমত জলমগ্ন শহর কলকাতা। পরিস্থিতি এমন যে, মানুষজন রাস্তায় পর্যন্ত বেরোতে পারছে না। রাজ্যের প্রশাসনিক প্রধান থেকে শুরু করে কলকাতার মেয়র দাবি করছেন, আগে কোনোদিন এমন বৃষ্টি তারা দেখেননি। যদিও বা আগে ভাগে পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন তারা ব্যবস্থা নেয়নি, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষের সময় যেভাবে পুজোর উদ্বোধন শুরু করেছেন, তা হিন্দু শাস্ত্র মতে বিরোধী। আর তিনি যেভাবে একটি পুজো মণ্ডপে হিজাব পড়ে সেই পুজোর উদ্বোধন করেছেন, তা মা দুর্গা ভালো মত মেনে নিতে পারেননি। আর তার অভিশাপেই কলকাতার পুজোর আগে এই ধরনের ভয়ংকর জলমগ্ন পরিস্থিতি বলেই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই শহর কলকাতায় যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এর আগে কোনোদিন এমন বৃষ্টি তিনি দেখেননি। কলকাতার মেয়র আবার আজকের জন্য শহরবাসীকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। তবে এই পরিস্থিতি কার জন্য হলো, এবার সেই নিয়েই ঐশ্বরিক শক্তির কথা তুলে ধরে পিতৃপক্ষে মুখ্যমন্ত্রীর পূজা উদ্বোধন করা নিয়ে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই তিনি বলেন, “দেবী মা দুর্গার অভিশাপেই এটা হয়েছে। পিতৃপক্ষে হিজাব পড়ে পুজো উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার করে আপনাদের বলছি, শনিবার দিন উনি পিতৃপক্ষে যে তিনটে পুজোর উদ্বোধন করেছেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পড়ে। বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখত। তার জন্য কান বের করার প্রয়োজন পড়ে না। শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান, টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান। থইথই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি।”

Exit mobile version