Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“পুলিশ এখন মন্দিরের ঘন্টা, যে যার মত পেটাচ্ছে” উর্দিধারীদের ওপর আক্রমণ নিয়ে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় এই রাজ্যের পুলিশকে দেখে সকলে সমীহ করতো। কিন্তু তৃণমূল সরকারের আমলে এই পুলিশ যেভাবে দলদাসের মত কাজ করে এবং যেভাবে প্রতিবাদী থেকে শুরু করে বিরোধী নেতাদের মিথ্যে মামলা দিতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাতে পুলিশকে এখন আর কেউ মানছে না। এখন সকলেই সেই পুলিশকে সমীহ করার বদলে অনেক জায়গায় সেই পুলিশের গায়ে হাত পর্যন্ত তুলতে শুরু করেছেন। যা অবশ্যই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তবে পুলিশের এই অধঃপতন হলো কেন? কেন দিকে দিকে পুলিশের ওপর আক্রমণ নেমে আসছে? এবার সেই ব্যাপারেই মন্তব্য করতে গিয়ে পুলিশকে মন্দিরের ঘন্টা বলে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই রাজ্যের দিকে দিকে পুলিশ কর্মীরা আক্রান্ত হতে শুরু করেছেন। অনেক জায়গাতেই পুলিশ আইন মেনে কাজ করলেও, তাদের সাধারণ মানুষের রোষে্য মুখে পড়তে হচ্ছে। অনেকে বলছেন, পুলিশ হয়ত আইন মেনে কোনো কাজ করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই রাজ্যের পুলিশ টাকা তুলতে এবং সাধারণ মানুষকে মিথ্যে মামলা দিতে ব্যস্ত। যারা প্রতিবাদ করবে, তাদের কন্ঠরোধ করতে ব্যস্ত। আর সেই কারণেই পুলিশের প্রতি মানুষ ভরসা হারিয়ে ফেলেছে। আর তাই জনতার রোষ তাদের ওপর আছড়ে পড়ছে বলেই দাবি করছে বিরোধীরা। আর তার মধ্যেই এবার সেই উর্দিধারীরা আক্রান্ত হতেই বড় মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

এদিন রাজ্যের দিকে দিকে পুলিশ কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “পুলিশ হচ্ছে এখন মন্দিরের ঘন্টা। যে যার মত পারছে, বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের। এরা এখন চাকরি করছে না, তৃণমূল করছে। সেই জন্য পাবলিক পেটাচ্ছে। তৃণমূল নেতাদের পেটাতে পারছে না। কারণ পুলিশ কেস দেবে। সেই কারণে পুলিশকেই পেটাচ্ছে।”

Exit mobile version