Site icon প্রিয় বন্ধু মিডিয়া

পুলিশকে এক মাসের ডেডলাইন! ফের‌ ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিলেন সুকান্ত!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। এখনও পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে সেই ঘটনার পরেই উত্তরবঙ্গে সেই খগেন মুর্মুকে দেখে আসার পরেই পুলিশের উদ্দেশ্যে ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যারা ঘটনার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছিলেন তিনি। আর গতকাল কলকাতায় এই নাগরাকাটার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে আরও একবার পুলিশের উদ্দেশ্যে ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

বলা বাহুল্য, নাগরাকাটায় যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠেছে। এমনকি বিজেপির একজন সাংসদ এবং বিধায়ককে যেভাবে হামলার মুখে পড়তে হয়েছে, তা নিয়ে নিন্দা জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আদিবাসী সাংসদকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে রীতিমত তৃণমূলকে চাপে রাখতে বিভিন্ন কর্মসূচি করছে বিজেপি। গতকাল কলকাতায় আদিবাসী সমাজকে নিয়ে পথে নেমে সোচ্চার হয়েছিলেন বিজেপি নেতারা। আর সেই কর্মসূচি থেকেই আরও বড় হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার।

এদিনের এই কর্মসূচি থেকে পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত মজুমদার বলেন, “পুলিশকে পরিষ্কার বলছি, এক মাস সময় দিয়েছি। তার মধ্যে যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যদি গ্রেপ্তার না হয়, তাহলে একমাস পরে বিজেপির তার ট্রিটমেন্ট করবে। আর পরিষ্কার বলে দিচ্ছি, নাগরাকাটার বুকে ট্রিটমেন্ট হবে। যারা ভেবেছে, বিজেপিকে আক্রমণ করে, বিজেপিকে মেরে আপনারা ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন, বিজেপি ২১ এও ঘরে ঢোকেনি। বিজেপি ২৬ এও ঘরে ঢুকবে না।”

Exit mobile version