Site icon প্রিয় বন্ধু মিডিয়া

পুলিশের সঙ্গে কথা না বলেই মঞ্চ খোলা? “পিছে মে ক্যায়া হ্যায়?” বিজেপিকে কড়া আক্রমণ মমতার!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২১ জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নির্দেশ দিয়েছিলেন, বাংলা ভাষার প্রতি আক্রমণের প্রতিবাদে প্রত্যেক সপ্তাহে যেন মিটিং, মিছিল করা হয়। সেই মত কলকাতায় গান্ধী মূর্তির পাশে তৃণমূলের পক্ষ থেকে মঞ্চ বেঁধে শনি এবং রবিবার করে প্রতিবাদ কর্মসূচি করা হচ্ছিল। তবে সেই কর্মসূচির অনুমতি পেরিয়ে যাওয়ার পরেও তা থাকায় শেষ পর্যন্ত আজ পদক্ষেপ নেয় সেনাবাহিনী। যেখানে সেনার পক্ষ থেকে মঞ্চ খুলে নেওয়ার কাজ শুরু হয়। আর তারপরেই এলাকায় পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে আক্রমণ করেন তিনি। পাশাপাশি যেখানে আইন-শৃঙ্খলা পুলিশের অধীনে রয়েছে, সেখানে পুলিশের সঙ্গে কথা না বলে কিভাবে এই মঞ্চ খুলে নেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলা বাহুল্য, এদিন সেনাবাহিনীর পক্ষ থেকে মেয়ো রোডে তৃণমূলের যে ঝর্ণা মঞ্চ, তা খোলার কাজ শুরু হয়। আর তারপরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়ো রোডের পাশে যে মঞ্চ রয়েছে, তা সরিয়ে রানী রাসমণি রোডে করার কথা জানিয়ে দেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর এই পদক্ষেপ নিয়োগ প্রশ্ন তোলেন। এক্ষেত্রে সরাসরি বিজেপিকে আক্রমণ করে এর পেছনে বিজেপি নেতা-মন্ত্রীরা রয়েছে বলে সোচ্চার হন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কথা বলা উচিত ছিল। কারণ আইনশৃঙ্খলা পুলিশের অধীনে রয়েছে। কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলা উচিত ছিল। পুলিশ কমিশনার দলের সঙ্গে কথা বলতে পারতেন। কোথাও কোন আপত্তি থাকলে আমি এক মিনিটের মধ্যে মঞ্চ খুলে দিতাম। আমার কোনো সমস্যা নেই। সেনা এবং রেলের অধীনে অনেক জায়গা রয়েছে। আমি সেখানে কোনো বিঘ্ন ঘটাতে চাই না। কখনও করি না। সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে ক্যায়া হ্যায়? ছুপা রুস্তম বিজেপি হ্যায়।”

Exit mobile version