Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“পশ্চিমবঙ্গে ইডি, সিবিআইয়ের সব অফিসে তালা লাগিয়ে দিলেও….” বড় মন্তব্য করে বসলেন শমীক!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের বুকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে। বারবার করে এই প্রশ্ন উঠেছে যে, বঙ্গ বিজেপির নেতাকর্মীরা তো চাইছেন যে, পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব কি সেটা চাইছে? অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঢিলেমি মনোভাব নিয়ে অত্যন্ত বিরক্ত হয়ে রয়েছেন। তবে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমস্ত অফিসে তালা লাগিয়ে দিলেও, তারা সবাই দিল্লি চলে গেলেও, তারা পশ্চিমবঙ্গে কেউ কাজ না করলেও বাংলায় যে পরিবর্তন হচ্ছেই, সেই ব্যাপারে নিজের নিশ্চয়তা প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি।

তৃণমূলের পক্ষ থেকে বর্তমানে অভিযোগ করা হচ্ছে যে, সামনেই নির্বাচন। তাই বিজেপি যেভাবেই হোক, বাংলার ক্ষমতা দখল করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে। আর সেই কারণেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুত্র, কন্যা এবং তার স্ত্রীকে তলব করা হয়েছে। তবে বিজেপি অবশ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ডাকাডাকিতে মোটেই সন্তুষ্ট নয়। এমনকি তারা মাথা ঘামাতেও রাজি নয়। কারণ তারা দীর্ঘদিন ধরেই দেখছেন যে, শুধুমাত্র ডাকাডাকির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তাই মানুষের ওপরেই সবটা ছেড়ে দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি পশ্চিমবঙ্গে কোনো কাজ নাও করে, তবুও যে তৃণমূলের বিদায় হচ্ছেই, সেই ব্যাপারে কনফিডেন্ট শমীক ভট্টাচার্য।

এদিন সুজিত বসুর কন্যাকে ইডির তলব প্রসঙ্গে শমীক বাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দেখুন, এই ডাকাডাকির মধ্যে বিজেপি নেই। আমি আবার আপনাদের বলছি, এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয়, এই মুহূর্তে যদি ইডি, সিবিআইয়ের অফিসে তালা লাগিয়ে তাদের সবাইকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে এক বছর আগেই। এবারের নির্বাচন, তৃণমূলের বিসর্জন।”

Exit mobile version