প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল রাত থেকেই মেঘ ভাঙ্গা বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে গোটা কলকাতা এখনও পর্যন্ত জলের তলায়। কখন পরিস্থিতির উন্নতি হবে, কেউ জানে না। আদৌ জল সরবে কিনা, সেই নিশ্চয়তা দিতে পারছে না পৌরসভাও। আজ এসএসসি অভিযান কর্মসূচি ছিল চাকরিহারা শিক্ষকদের। সমাজের সর্বস্তরের মানুষকে তারা শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই দিকে নজর ছিল গোটা রাজ্যের। কিন্তু শেষ পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হয়ে গেল সেই কর্মসূচি।
আজ প্রাকৃতিক দুর্যোগের ফলে গোটা কলকাতা রীতিমত বিপর্যস্ত। যানবাহন চলাচল সেভাবে হচ্ছে না। প্রচুর ট্রেন বাতিল হয়েছে। পুজোর মুখে বিভিন্ন পূজা মন্ডপ জলের তলায় চলে গিয়েছে। আর তার মধ্যেই আজ চাকরিহারা শিক্ষকদের যে এসএসসি অভিযান কর্মসূচি ছিল, সেদিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। তবে শেষ পর্যন্ত সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই জমায়েত স্থলে আসতে পারছেন না বলে খবর পাওয়া যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে সেই চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে সুমন বিশ্বাস জানিয়ে দিয়েছেন যে, আপাতত তারা আজকের জন্য এই কর্মসূচি স্থগিত রাখছেন।
চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে উদ্যোক্তা সুমন বিশ্বাস জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের অনেক সহকর্মী এই কর্মসূচিতে আসতে পারছেন না। যার ফলে তারা আজ মিছিল হওয়ার যে পরিকল্পনা ছিল, সেটা স্থগিত রাখছেন। তবে মিছিল বাতিল হলেও এসএসসি দপ্তরে তারা তাদের যে সমস্ত দাবি রয়েছে, তা জানাবেন বলেই খবর। এক্ষেত্রে তারা স্মারকলিপি জমা দেবেন বলেই জানানো হয়েছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে মিছিল বাতিল হলেও, নিজেদের দাবি তুলে ধরতে এসএসসির কাছে স্মারকলিপি জমা দিতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা।