প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার যে ফারাক তৈরি হয়েছে, তাতে রাজ্য সরকারি কর্মচারীরা শুরু করেছেন আন্দোলন। দীর্ঘদিন ধরেই তারা মহার্ঘভাতার দাবি করছেন। ইতিমধ্যেই গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। দ্রুত এই বিষয়টি নিষ্পত্তি করার পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে আদালতকেও। স্বাভাবিকভাবেই আজ সেই ডিএ মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। তাই পুজোর আগে কি সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, তা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে অনেকের মধ্যেই।
বলা বাহুল্য, বর্তমানে রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ ভাতার ব্যাপক ফারাক রয়েছে। যেখানে শেষ বাজেটে যে বর্ধিত ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল রাজ্যের ক্ষেত্রে, তা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ১৮ শতাংশ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫৫ শতাংশ। স্বাভাবিকভাবেই ৩৭ শতাংশের একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে। তাই রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই আশা করছেন যে, তাদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে। যেখানে রাজ্য ভাতা, ভর্তুকি থেকে শুরু করে উৎসব, অনুষ্ঠান এমনকি ক্লাবগুলোকে টাকা দিতে পারছেন, সেখানে কেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
আর এই সমস্ত কিছু চর্চার মাঝেই আজ সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে। কেননা সামনেই পূজো। তার আগে যদি শীর্ষ আদালত মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে কোনো সবুজ সংকেত দেয়, তাহলে সরকারি কর্মচারীদের জন্য তা যথেষ্ট খুশির খবর হবে। স্বাভাবিক ভাবেই আজ সুপ্রিম কোর্টে এই বকেয়া মহার্ঘভাতা মামলার শুনানিতে কি পর্যবেক্ষণ হয় এবং শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় শীর্ষ আদালত, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।