Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজীব কুমারের জায়গায় নয়া ডিজি পীযুষ! “খারাপ নয়” বলেও বড় মন্তব্য শুভেন্দুর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন রাজ্যের ডিজি পদে থাকা রাজীব কুমারকে নিয়ে বহু চর্চা হয়েছে। বারবার করে বিরোধীরা একটাই অভিযোগ করেছেন যে, ইনি সম্পূর্ণরূপে তৃণমূলের দলদাসের মত কাজ করছেন। এমনকি আইপ্যাকের অফিসে যখন মুখ্যমন্ত্রী ইডির তল্লাশি চলাকালীন পৌঁছে গিয়েছিলেন, সেখানেও এই রাজীব কুমারের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। একসময় এই রাজীব কুমারের পক্ষ নিয়ে তার জন্য মুখ্যমন্ত্রীর ধর্না অনেক প্রশ্ন তুলে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে। তবে সেই রাজীব কুমারের অবসরের দিন যখন চলে এসেছে, তখন গতকাল জানা গেল যে, রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযুষ পান্ডে। এখন প্রশ্ন হচ্ছে, যে রাজ্যে পুলিশ প্রশাসনকে বারবার দলদাসকরণ করে কাজ করতে বাধ্য করেছে এই রাজ্যের সরকার বলে অভিযোগ করে বিরোধীরা, সেখানে এই ভারপ্রাপ্ত ডিজি সম্পর্কে বিরোধীদের মনোভাব কি? তবে সব ব্যাপারে রাজ্য সরকারের সমালোচনা করলেও, ব্যক্তিগতভাবে পীযূষ পান্ডে, যিনি নতুন ডিজি হলেন, তিনি খারাপ নন বলেই জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন অতীতের মত এই পীযুষ পান্ডেকে দিয়েও অনেক খারাপ কাজ করাবে বলেও নিশ্চিত রাজ্যের বিরোধী দলনেতা।

এই রাজ্যের বুকে বারবার ডিজি রাজীব কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন ডিজি কি করে এইভাবে কাজ করতে পারেন, তা নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। পুরোপুরি তিনি তৃণমূলের কথামত কাজ করছেন এবং কিভাবে আইন ভেঙে কাজ করা যায়, তার সবটাই রাজীব কুমার করেছেন বলে প্রতি নিয়ত সোচ্চার হয়েছেন বিরোধী নেতারা। তবে সেই রাজীব কুমারের অবসরের পরেই ভারপ্রাপ্ত ডিজি হিসেবে সামনে এসেছে পীযুষ পান্ডের নাম। আর তাকে নিয়েই এবার বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “পীযূষ পান্ডে ভারপ্রাপ্ত ডিজিপি হয়েছেন। ফাইনালি ইউপিএসসি দেবে। স্বাভাবিক ভাবেই মমতা ব্যানার্জি যে রাজীব কুমারকে রাখতে এত চেষ্টা করেছিলেন, একজন আইপিএস অফিসারকে স্যাটে পাঠিয়েছিলেন। কিন্তু তার সমস্ত প্ল্যানিং ভেঙ্গে গিয়েছে। পীযুষ পান্ডে এমনি খারাপ লোক নয়। তবে ওকে কাজ করতে দেবে বলে আমার মনে হয় না। ওনাকেও মনোজ ভার্মা, রাজীব কুমার, বিনীত গোয়েলের মত খারাপ খারাপ কাজ করতে হবে। এই রাজ্যের সবথেকে বড় সমস্যা মমতা ব্যানার্জি। তাকে না সরালে রাজ্য বাঁচবে না।”

Exit mobile version