প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরানোর টার্গেট নিয়ে লড়াই করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিল্প থেকে শুরু করে কর্মসংস্থান, বিভিন্ন বিষয়ে প্রত্যেকটি জনসভা থেকে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করার চেষ্টা করছেন তিনি। তার একটাই বক্তব্য, বিজেপিকে ক্ষমতায় আনুন। তাহলেই পশ্চিমবঙ্গে শিল্প এবং কর্মসংস্থান হবে। এই রাজ্যকে যেভাবে শিল্পের দিক থেকে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, সেই বিষয় নিয়ে আজ সকালে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সন্ধ্যায় বিশ্বকর্মা পূজার উদ্বোধনে হলদিয়ায় পৌঁছে গেলেন তিনি। আর শিল্পের দেবতা বিশ্বকর্মা দেবের আগমনের পর্বে রাজ্যবাসী একটাই প্রার্থনা করছে যে, এবার রাজ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, শিল্পক্ষেত্রে যেভাবে তৃণমূল সরকার কলকারখানা এবং শিল্পকে ধ্বংস করে দিয়েছে, তাতে তাদের বিদায় হোক এবং নতুন সরকার এসে শিল্পে জোয়ার আনুক।
ইতিমধ্যেই উৎসবের মেজাজে ভাসতে শুরু করেছে বাংলা। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। আর তারপরেই হাতে আর কয়েকটা দিন, মা দুর্গা চলে আসবেন। পুরোপুরি উৎসবের মধ্যে প্রবেশ করবে বাঙালি। রাজনীতির কচকচানি আর কারোরই পছন্দ নয়। কিন্তু বাংলায় যে পরিস্থিতি চলছে, যেভাবে বেকারদের হাতে কাজ নেই, যেভাবে পাওয়া চাকরি চলে যাচ্ছে, তাতে কারোরই মন ভালো নেই। সকলেই চাইছেন, মা দুর্গা যখন আসছেন সপরিবারে, তখন বাংলার জন্য তিনি ভালো কিছু একটা দিয়ে যান। যে সরকারটা এতদিন ধরে বাংলাকে শাসন করছে, সেই সরকারের আমলে যখন কিছুই পাচ্ছে না বাঙালি, তখন সেই সরকারের হাত থেকে মুক্ত হোক বাংলা। ২০২৬-এ রাজ্যে যে পরিবর্তনের আশা করছে গোটা সমাজ, সেই পরিবর্তন যেন নিশ্চিত হয়। মা দুর্গার আগমনের আগে এই সুরই উচ্চারিত হচ্ছে প্রত্যেক বাঙালির মধ্যে। সকলেই একটাই কথা বলছেন যে, এতদিন বাম সরকারকে তারা দেখেছেন, ১৫ বছর তৃণমূল সরকারকে তারা দেখলেন। কিন্তু এবার আর তারা এই তৃণমূলকে চান না। এবার তারা পরিবর্তন চান, আর একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখতে চান। কারণ রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি নেতারা বারবার ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ডবল ইঞ্জিন সরকার হলে রাজ্য দ্রুতগতিতে এগিয়ে যাবে, শিল্পের দিক থেকে রাজ্যের ব্যাপক শ্রীবৃদ্ধি হবে, এমন কথা শুভেন্দু অধিকারীর নিজের মুখ থেকেই শোনা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই বিশ্বকর্মা পুজোর আগে সেই শিল্পের দেবতার কাছে রাজ্যবাসীর একটাই প্রার্থনা, রাজ্যে শিল্পে আসুক, ২৬ এ নতুন সরকারের হাত ধরে।
এদিন হলদিয়ার দুর্গাচকে ট্রেডার্স অ্যাসোসিয়েশনের বিশ্বকর্মা পুজোর সূচনা অনুষ্ঠানে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে দেব শিল্পী এবং সৃষ্টির দেবতার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। ধুপ দেখিয়ে শিল্পের দেবতার প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারী এই পুজোর সূচনা করবেন জেনে সেখানে জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রচুর মানুষ সেখানে সামিল হয়েছিলেন। স্বাভাবিকভাবেই শিল্প তালুক বলে পরিচিত হলদিয়ায় বিশ্বকর্মা পূজার সূচনা অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রীতিমত খুশি পূজা উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ জনতা।