Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে এবার নাম বদল? মমতার চাপ বাড়িয়ে এবার বড় প্রস্তাব সুকান্তর! জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল শিয়ালদহ থেকে এসি লোকাল ট্রেনের উদ্বোধন হওয়ার কথা ছিল। আর সেই কর্মসূচিতে গিয়েই বক্তব্য রাখতে গিয়ে শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের অন্যতম জনপ্রিয় স্টেশন হচ্ছে শিয়ালদহ স্টেশন। প্রতিনিয়ত এখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। আর কর্মব্যস্ত এই স্টেশনের নামই এবার পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

প্রসঙ্গত, এই রাজ্যের নাম পরিবর্তন নিয়ে বারবার কেন্দ্রের কাছে চাপ সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তবুও কেন্দ্রীয় সরকার তাতে কর্ণপাত করেনি বলেই অভিযোগ। তার আর তার মধ্যেই এবার শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, একসময় এই শিয়ালদহ স্টেশনে প্রচুর উদ্বাস্তু মানুষরা আশ্রয় নিয়েছিলেন। তাই তাদের যিনি রক্ষা করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হোক শিয়ালদহ স্টেশনের নামকরণ। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে কেন্দ্রীয় সরকারের কাছে শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার ব্যাপারে প্রস্তাব পাঠান, সেই নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেছেন বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, সুকান্তবাবু এই প্রস্তাব দিলেন ঠিকই। কিন্তু রাজ্য যে এই প্রস্তাব মানবে না, তা তো পরিষ্কার। কেননা যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কেন্দ্রীয় সরকারের বা বিজেপির প্রস্তাবটুকু শোনে না বা মানে না, তারা যে শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের পক্ষে এক পাও হাটবে না, তা স্পষ্ট। এখন কেন্দ্রীয় সরকার যদি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে কিছু করতে পারে, তাহলে সেটা অন্য বিষয়। তবে সুকান্তবাবুর শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব এবং সেই নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে দেওয়ার ব্যাপারে যে বক্তব্য, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version