Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে ফের এনআরসির নোটিশ! বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুশিয়ারি প্রাক্তন মন্ত্রীর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর নির্বাচনের আগে ক্রমাগত সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির পক্ষ থেকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এমনকি আসামের বিজেপি সরকার বাংলায় নোটিশ পাঠাচ্ছে বলেও সোচ্চার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপির বিরুদ্ধে একাধিক কর্মসূচি ঘোষণা করে দলকে নিয়ে পথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। আর এসবের মধ্যেই ফের কোচবিহারে আরও এক ব্যক্তিকে এনআরসির নোটিশ পাঠানো হলো। যে ঘটনার পরেই বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

প্রসঙ্গত, বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ও বাঙালিকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করার অভিযোগ তুলছেন। এমনকি বাংলায় বেশ কিছু ক্ষেত্রে আসামের বিজেপি সরকার এনআরসির নোটিশ পাঠাচ্ছে বলেও দাবি করছেন তিনি। আর তার মধ্যেই আজ কোচবিহারের তুফানগঞ্জের এক বাসিন্দাকে আসামের বিজেপি সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

ইতিমধ্যেই গোটা ঘটনায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “মরিয়ানা বিবিকে যে নোটিশ পাঠানো হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধুবড়ি জেলায় তার বিয়ে হলেও পরবর্তীতে সেই বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু তারপর আসামের বিজেপি সরকারের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, আসামের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নাকি আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের দায়িত্ব পাবেন। হয়ত সেই কারণেই তিনি পরিকল্পনা মাফিক আসাম থেকে এই ধরনের কাজ করছেন। তবে আর কেউ যদি এরকম নোটিশ পায়, তাহলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে।”

Exit mobile version