Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যজুড়ে গ্রেপ্তার বহু বামকর্মী, ধর্মঘটের দিনেই মুক্তির দাবিতে কলেজ স্ট্রিটে আন্দোলন শুরু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ বামেদের ডাকা গোটা দেশজুড়ে সাধারণ ধর্মঘটের পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হতে শুরু করেছে বাংলার বিভিন্ন এলাকা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ধর্মঘটকে সফল করতে রাস্তায় নেমেছেন বাম নেতা কর্মীরা। আর বিভিন্ন ক্ষেত্রে পুলিশ তাদের বাধা দেওয়ার পাশাপাশি বহু বাম নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আর ধর্মঘটের দিনে এত বাম নেতা কর্মীর গ্রেপ্তারির প্রতিবাদে এবার কলেজ স্ট্রিটে বিক্ষোভে নেমে পড়লো বামেদের ছাত্র যুব সংগঠন।

বলা বাহুল্য, আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মঘটকে সফল করতে রাস্তায় নামেন সিপিএমের বহু নেতা কর্মী। জেলায় জেলায় শুরু হয় আন্দোলন। পিকেটিং করে সাধারণ মানুষকে ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। তবে রাজ্যকে সচল রাখতে পাল্টা বন্ধ সমর্থন কারীদের হটিয়ে দেয় পুলিশ। এমনকি অনেক জায়গায় পুলিশের সঙ্গে বচসার পর অনেক বাম নেতা, কর্মীকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই এবার সেই ধর্মঘটের দিনেই উত্তপ্ত হয়ে উঠলো কলেজ স্ট্রিট এলাকা।

জানা গিয়েছে, রাজ্যজুড়ে ধর্মঘটের সমর্থনে আন্দোলনে নামা বাম নেতা কর্মীদের মুক্তির দাবিতে এদিন কলেজ স্ট্রিটে প্রতিবাদ শুরু করে বামেদের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই। যেখানে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। যদিও বা এখানেও বামেদের ছাত্র যুব সংগঠনকে বাধা দেয় পুলিশ। যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি এই আন্দোলনে জেরে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version