Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে মোট ১৩৫ আসনে লড়াই, ২২ তারিখে নতুন দল ঘোষণা আগেই ধামাকা দেখালেন হুমায়ুন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইয়ের ফলে তৃণমূল এতদিন নিশ্চিত ছিল যে, তারা হিন্দু ভোট না পেলেও সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট পাবে। আর কিছু হিন্দুদের ভোট পেয়ে তারা নিশ্চিন্তে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারবে। কিন্তু হুমায়ুন কবীর তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর যেভাবে তিনি নতুন দল গঠন করার কথা জানাচ্ছেন এবং যেভাবে তিনি সংখ্যালঘু প্রার্থীদের বিভিন্ন আসনে দাঁড় করিয়ে জিতে বিধানসভায় নির্ণায়ক শক্তি হওয়ার কথা বলছেন, তাতে সব থেকে বেশি ক্ষতি যে তৃণমূল কংগ্রেসের হবে, তা বুঝতে পারছেন শাসক দলের নেতারা। তবে তৃণমূলের সঙ্গে সত্যিই কি লড়াই করছেন হুমায়ুন কবীর? নাকি তলায় তলায় সেটিং রয়েছে, তা নিয়েও বিজেপির মধ্যে থেকে প্রশ্ন উঠছে। আর তার মধ্যেই এবার আগামী ২২ তারিখ যে নতুন দল গঠন করতে চলেছেন হুমায়ুনবাবু, সেই ব্যাপারে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় মন্তব্য করলেন তিনি।

প্রথম দিন থেকেই হুমায়ুন কবীর নতুন দল গঠন করার কথা বলছেন‌। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর তার সেই সুর আরও চওড়া হয়েছে। আগামী ২২ তারিখ তিনি যে নতুন দল ঘোষণা করবেন এবং রাজ্য কমিটিও জানিয়ে দেবেন, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। আর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মোট ১৩৫ টি আসনে তার দলের প্রার্থীরা লড়াই করবে বলে হুঙ্কার দিলেন হুমায়ুন কবীর।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যেখানে তিনি বলেন, “নতুন দলের রাজ্য কমিটি ঘোষণা হবে। আর মুর্শিদাবাদের জেলা সভাপতির নাম ঘোষণা হবে। ৪ লক্ষ লোকের উপস্থিতিতে এই পার্টি ঘোষণা করব। ১৩৫ টি আসনে লড়াই হবে। কোচবিহার, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, মালদহ, নদীয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গায় প্রবল সারা। মূলত, মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমার দলে সামিল হতে চাইছে।”

Exit mobile version