Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে নাকি ২ কোটি বেকারের চাকরি দিয়েছেন মমতা! “তালিকা প্রকাশ করুন” পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকারের আমলে বেকারদের কি দুর্বিষহ অবস্থা, তা চোখের সামনে দেখতে পাচ্ছেন রাজ্যের সাধারন মানুষ। কিন্তু তারপরেও গতকাল নিজের সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড পেশ করতে গিয়ে তিনি এবং তার সরকার নাকি ২ কোটি বেকারের চাকরি দিয়েছেন, এমন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একের পর এক শিক্ষকের চাকরি চলে যাচ্ছে, যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি চোখের সামনে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, যেখানে ডবল ডবল চাকরি দেওয়ার বদলে চার ডবল চাকরি চলে যাচ্ছে শিক্ষিত যুবক যুবতীদের, সেখানে কি করে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর মুখ্যমন্ত্রী যখন ২ কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলছেন, ঠিক তখনই পাল্টা সেই তালিকা প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বিরোধীরা যে নিয়োগ দুর্নীতির বিষয়টিকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। আর তার মধ্যেই গতকাল ১৫ বছরের রিপোর্ট কার্ড পেশ করতে গিয়ে চাকরি দেওয়া নিয়ে বড় দাবি করে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১৪ বছরের রাজ্যে ২ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমাদের বেকারত্বের স্থান ৪০ শতাংশ কমিয়েছি।” আর মুখ্যমন্ত্রী যখন নিয়োগ দুর্নীতির এত বিষয় প্রকাশ্যে আসার পর, প্রায় ২৬ হাজার চাকরি চলে যাওয়ার পরেও কর্মসংস্থান নিয়ে এত বড় বড় দাবি করছেন, তখন তাকে পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর যে দাবি, তাকে পাল্টা কটাক্ষ করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে বলবো, তিনি তাদের চাকরি দিয়েছেন, নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া ১ কোটি বেকারকে ২ কোটি ১৫ লক্ষ বেকারে পরিণত করেছেন। দীর্ঘ ৮, ৯ বছর ধরে কোনো চাকরির পরীক্ষা হয়নি। চাকরি চুরি হয়েছে। যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি হবে বলেছিল, সেই মুখ্যমন্ত্রীর আমলে চার ডবল ডবল চাকরি চলে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা, ৫১ টি কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা, যুবশ্রীর কি হলো? ১৫০০ টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন।”

Exit mobile version