প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে আইনের শাসন যে একেবারেই নেই, যেখানে বিরোধী দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতাকর্মীদের সুরক্ষা যে একেবারে তলানিতে, সেই তথ্য বারবার সামনে এসেছে। কিছুদিন আগেই কোচবিহারে শুভেন্দু অধিকারী যাওয়ার পর তার কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। যার ফলে গোটা রাজ্য সরগরম হয়ে উঠেছিল। বারবার করে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যে যে সমস্ত সন্ত্রস্ত জেলা রয়েছে, তার মধ্যে অন্যতম এই কোচবিহার এবং তার অন্তর্গত দিনহাটা। যেখানে প্রতি সময় তৃণমূল নেতারা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রাখে বলেই দাবি করে বিজেপি। আর এবার আদালত চত্বরেই বেরোনোর সময় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার পাশাপাশি কালো পতাকা দেখিয়েছে বলেই অভিযোগ তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক।
কি ঘটনা ঘটেছে? জানা গিয়েছে, এদিন একটি পুরনো মামলায় দিনহাটা মহকুমা গলাতে যান বিজেপি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। তবে আদালত থেকে বেরোনোর সময় চূড়ান্ত অসভ্যতা করে তৃণমূল কংগ্রেস বলেই অভিযোগ। যেখানে তৃণমূলের বেশ কিছু কর্মীরা নিশীথবাবুর গাড়িতে ইট, পাথর ছুড়েছে বলেই অভিযোগ উঠেছে। পাশাপাশি তাকে কালো পতাকাও দেখানো হয়েছে। আর এই ঘটনায় আদালত চত্বরের মধ্যেই কি করে এই সমস্ত সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, এই রাজ্যে আইনের শাসন নেই। প্রতি মুহূর্তে বিজেপি নেতা কর্মীদের আক্রান্তের শিকার হতে হচ্ছে। কোচবিহার জেলায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে তৃণমূল কংগ্রেস। আজকে আদালত চত্বরের মধ্যেই যেভাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রান্ত হতে হলো, তাতে অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই পরিস্থিতি চলতে থাকলে কোনো মতেই শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচন সম্ভব নয় বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।