Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে প্রথম এসি লোকাল,‌ কবে হতে চলেছে উদ্বোধন? অপেক্ষায় যাত্রীরা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শহর কলকাতার লোকাল ট্রেন মানেই ভিড়ে ঠাসা, হকারের চিৎকার, আর প্রচন্ড গরমে অস্বস্তি। জায়গা না পেয়ে প্রবল দাবদাহের মধ্যে কি করে সেই লোকাল ট্রেনে যাতায়াত করতে হয়, তা যারা যাতায়াত করেন, তারাই জানেন সেই অস্বস্তি। তবে এবার সেই অস্বস্তির দিন কাটতে চলেছে। রাজ্যের বুকে প্রথম গড়াতে চলেছে এসি লোকাল ট্রেনের চাকা। যার অপেক্ষায় রয়েছে শহরবাসী।

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেন থাকলেও জনসাধারণের প্রয়োজন অনুসারে একটি এসি লোকাল ট্রেনের প্রয়োজন ছিল। প্রবল গরমের মধ্যে লোকাল ট্রেনে যাত্রীরা যেভাবে যাতায়াত করেন, তাতে তাদের সমস্যা নিরসনের জন্য এসি লোকাল ট্রেন চালু হলে অনেকটাই উপশম হবে বলে যাত্রীদের মধ্যে থেকেই দাবি উঠেছিল। আর অবশেষে সাধারণ যাত্রীদের সেই প্রত্যাশা এবার পূরণের পথে। আগামী রবিবার বিকেলে উদ্বোধন হতে চলেছে রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেনের। যেখানে শিয়ালদহ স্টেশনে এই এসি লোকাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জানা গিয়েছে, আগামী রবিবার শিয়ালদহ স্টেশনে এসি লোকাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে প্রথমে এই এসি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবে বলেই খবর। কিন্তু এর ভাড়া কত হবে? যতদূর খবর পাওয়া যাচ্ছে, প্রথমে এর ভাড়া হবে ২৯ টাকা। পরবর্তীতে ধাপে ধাপে সেই ভাড়া ৩৭ টাকায় পৌঁছবে। যেখানে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। স্বাভাবিকভাবেই রাজ্যের বুকে প্রথম এসি লোকাল ট্রেনের সূচনার খবর সামনে আসতেই রীতিমত উচ্ছ্বাস তৈরি হয়েছে লোকাল ট্রেন করে যাতায়াত করা নিত্য যাত্রীদের মধ্যে।

Exit mobile version