Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে শুধু বদল নয়, তৃণমূলের হিংসার বদলাও হবে? হিন্দু বুথে জোট বাঁধার টনিক দিলেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০১১ সালে পরিবর্তনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তুলেছিলেন, বদলা নয়, বদল চাই। কিন্তু ক্ষমতায় আসার পর বদলের থেকে বেশি তিনি বদলা নিয়েছেন এবং এখনও পর্যন্ত সেই বদলার রাজনীতি চলছে পশ্চিমবঙ্গের মাটিতে। তবে তৃণমূলের মত কথায় এক এবং কাজে আর এক করবে না বিজেপি। প্রত্যেকটি সভা থেকে সেই কথাই বুঝিয়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে এখন বিজেপি কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে, ক্ষমতায় এসে যে তার সমস্ত হিসেব নেওয়া হবে, অকপটেই সেই কথা জানিয়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর গতকাল আমতার সভা থেকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর যে হামলা হয়েছিল, যেভাবে তার রক্ত ঝরেছে, সেই ঘটনাকে সামনে এনে বদলা চাইলে রাজ্যে বদল আনতে হবে বলে হিন্দু বুথ গুলোতে সকলকে জোট বাধার আহ্বান জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বিজেপি খুব ভালো মতই বুঝতে পারছে যে, তারা সংখ্যালঘুদের ভোট পাবে না। তাই হিন্দু ভোটকে আরও বেশি করে নিজেদের দিকে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিজেপি নেতারা। প্রত্যেকটি সভা থেকে শুভেন্দু অধিকারী হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছেন। আর গতকাল পরিবর্তন সংকল্প সভা থেকে রাজ্যে বদল এবং বদলা, দুইয়ের কথা বলে হিন্দুদের আরও সঙ্ঘবদ্ধ করার চেষ্টা চালালেন তিনি।

এদিন হাওড়ার আমতায় পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “সব হিসাব হবে বন্ধু। সব হিসাব হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন না? দেখেছেন, খগেন মুর্মুর রক্ত? বদলা দরকার, বদলা চাই। তাহলে বদল আনতে হবে। হিন্দু বুথ জোট বাঁধুন। ১০০ এর মধ্যে ৯০ জন ভোট দিতে আসুন। মাত্র ৫ শতাংশের লড়াই। আমরা ৪০, ওরা ৪৫। এসআইআরের পরে কোনো গ্যাপ থাকবে না।”

Exit mobile version