Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যের এই মন্ত্রীর পরাজয় নিশ্চিত? “৫০ হাজার ভোটে হারবেন” গ্যারান্টি দিলেন সুকান্ত!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তবে তার আগে এই রাজ্যের বেশ কিছু জেলার বেশ কিছু তৃণমূলের নেতা-মন্ত্রীরা প্রতিনিয়ত হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন। বলার চেষ্টা করছেন যে, যেভাবেই হোক, তাদের জিততে হবে। মালদহের আব্দুর রহিম বক্সী থেকে শুরু করে কোচবিহারের উদয়ন গুহ। তৃণমূলের একের পর এক বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীদের মন্তব্যে প্রচ্ছন্ন হুমকির বিষয় দেখতে পাচ্ছে বিরোধীরা। ইতিমধ্যেই উদয়নবাবুর মত রাজ্যের দাপুটে মন্ত্রী আবার যেভাবেই হোক, কোচবিহার জেলার প্রত্যেকটি আসনে জিততে হবে। আর তা করার জন্য যা করার তা করতে হবে বলেই মন্তব্য করেছেন। আর তার এই মন্তব্যেই তৈরি হয়েছে বিতর্ক। তবে এবার উদয়ন গুহকেই নিজের আসনে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই ২০২৬ এর নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচন ঘোষণা না হলেও প্রত্যেকটি রাজনৈতিক দলের তৎপরতা বুঝিয়ে দিচ্ছে, সামনেই ভোট আসছে। তৃণমূল থেকে শুরু করে বিজেপি, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে। বিজেপির দাবি, এবারের নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত। অন্যদিকে তৃণমূলের দাবি, তারা আরও বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসবে। আর তার মধ্যেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিজের আসনেই হারিয়ে দেওয়ার গ্যারান্টি দিলেন সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “কোচবিহারে যদি নিরপেক্ষভাবে ভোট হয়, উনি দিনহাটা থেকে জিতেছেন। দিনহাটা থেকে কমপক্ষে ৫০ হাজার ভোটে উদয়ন গুহ হারবেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। নিরপেক্ষ ভোট মানে, মানুষকে ভোট দিতে দিতে হবে। ভোট কেন্দ্র অবধি মানুষকে পৌঁছতে দিতে হবে। এত মারামারি গুন্ডামি কোনো মানুষ পছন্দ করে না।” অর্থ্যাৎ নির্বাচনের সময় সন্ত্রাস বন্ধ হলে কোচবিহারের মত জায়গায় যে দিনহাটা থেকে মন্ত্রী হয়েছেন উদয়ন গুহ, সেই দিনহাটাতেই তাকে পরাজিত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার। এখন কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পর উদয়নবাবুর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version