Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking রাজ্যজুড়ে হিন্দুদের ওপর অত্যাচার, মেদিনীপুরে থানায় ডেপুটেশন দিতে পদযাত্রায় শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সরকার এবং প্রশাসন একতরফা আচরণ করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন বিরোধীরা। তাদের বক্তব্য যে, হিন্দু সম্প্রদায় এবং সনাতনী সম্প্রদায়ের ওপর অত্যাচার হলেও তৃণমূল সরকার এবং তাদের পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে না। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে এই রাজ্যে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা হচ্ছে বলেই মাঝেমধ্যেই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদেই আজ বড় কর্মসূচিতে শামিল হলেন তিনি।

বলা বাহুল্য, কিছুক্ষণ আগেই মেদিনীপুরের চন্ডীপুরে উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে হিন্দু সনাতনীদের নিয়ে একটি পদযাত্রা করছেন তিনি। মূলত, হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদেই এই পদযাত্রায় শামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যে পদযাত্রার পর চন্ডিপুর থানায় একটি ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে তাদের। স্বাভাবিকভাবেই হিন্দুদের রক্ষা করতে শুভেন্দু অধিকারী যে আওয়াজ প্রতিনিয়ত তুলছেন, এবার চন্ডীপুরে হিন্দু সনাতনীদের রক্ষার জন্য সেই আওয়াজ তুলে একেবারে থানায় ডেপুটেশন দিতে পদযাত্রা করছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ এর নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। তিনি খুব ভালো মত করেই বুঝতে পেরেছেন যে, এই রাজ্যে তৃণমূলকে সরাতে গেলে হিন্দু সম্প্রদায়ের ভোট একত্রিত করতে হবে। আর সেই কারণেই অনেকদিন আগে থেকেই হিন্দুদের রক্ষার জন্য আওয়াজ তুলছেন তিনি। এমনকি এই রাজ্যের বুকে যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, হিন্দুদের আচার অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে, সেখানেই পৌঁছে গিয়ে তাদের নিয়ে প্রতিবাদ সংগঠিত করছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর আজ তিনি মেদিনীপুরের বুকে যে বড় কর্মসূচি গ্রহণ করলেন, তাতে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেমন উজ্জীবিত হবেন, ঠিক তেমনই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে অসহযোগিতার অভিযোগ তুলে সোচ্চার হচ্ছেন বিভিন্ন জায়গায় অত্যাচারিত হিন্দু সম্প্রদায়ের মানুষরা, তাদের সমবেত প্রতিবাদে যথেষ্ট চাপে পড়ে যাবে নবান্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version