Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্য রাজনীতিতে বিরাট চমক, আজ থেকেই ২৬ এর লক্ষ্যে প্রচার শুরু বিজেপির! টেক্কা দিতে পারবে তৃণমূল?

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন অনেকেই বলছিলেন যে, বিজেপির সেই সংগঠন কোথায় যে, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। যতই এসআইআর হোক, যতই ভুয়ো ভোটারদের নাম বাদ যাক, তারা কি আদৌ তৃণমূলের মত রাজনৈতিক দলের ধারে কাছে যেতে পারবে? কিন্তু তলায় তলায় যে বিজেপি তাদের কাজ করে চলেছে, তৃণমূল এবং তাদের তাবেদারি করা কিছু মানুষ হয়ত ওভার কনফিডেন্টে ভুগে সেই দিকে নজরটা রাখছিলেন না। তবে আজ থেকেই তৃণমূলকে রীতিমত পেছনে ফেলে দিয়ে ২৬ এ পরিবর্তনের লক্ষ্যে প্রচার ময়দানে নেমে পড়ছে গেরুয়া শিবির। যা রাজ্য রাজনীতিতে বড় চমক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিধানসভা নির্বাচনের এখনও দুই মাস বাকি রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। অনেকেই এতদিন বলেছিলেন যে, এবারও বিজেপি ভালো ফলাফল করতে পারবে না। কিন্তু ফলাফল কি হবে, সেটা তো গণনার দিন পরিস্কার হয়ে যাবে। কিন্তু প্রচারে যে ঝড় বিজেপি তুলতে চলেছে, তাতে যে তৃণমূল তাদের কাছে এই ফার্স্ট রাউন্ডেই পরাজিত হবে, সেই ব্যাপারে নিশ্চিত গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। কেননা আজ থেকেই ২৬ এর বিধানসভা ভোটের লক্ষ্যে রাজ্যজুড়ে একসাথে ১৩০০ জায়গায় পথসভা শুরু করতে চলেছে পদ্ম শিবির।

ইতিমধ্যেই গতকাল সাংবাদিক বৈঠকে বিজেপির বিধানসভা নির্বাচনের আগে যে প্রচার পর্ব শুরু হচ্ছে, তা নিয়ে বড় ঘোষণা করেন রাহুল সিনহা। জানা গিয়েছে, প্রথম পর্বে নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ১৩ হাজার সাংগঠনিক কেন্দ্রে পথসভা করতে চলেছে বিজেপি। আজ বিকেল থেকেই শুরু হচ্ছে সেই কর্মসূচি। আর আজ থেকে শুরু হওয়া বিজেপির এই পথসভা কেন্দ্রিক কর্মসূচি আগামী জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে বলে খবর। পরবর্তীতে বিধানসভা ধরে ধরে জনসভা হবে এবং তারপর যত নির্বাচনের সময় এগিয়ে আসবে, ততই বড় বড় কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে হেভিওয়েটদের সভা হবে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট পথসভার মধ্যে দিয়েই বিজেপি জনসংযোগকে আরও বাড়াতে চাইছে। মানুষের কাছে তাদের কথা তুলে ধরতে চাইছে তাই তৃণমূল এখন এসআইআর থেকে শুরু করে অন্যান্য বিষয়ে মনোযোগী হলেও, বিজেপি এই ফাঁকে প্রচারে ঝড় তুলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে টেক্কা দেওয়ার সমস্ত কৌশল স্থির করে ফেলেছে। স্বাভাবিক ভাবেই বিজেপির এই কর্মসূচিকে টেক্কা দিতে তৃণমূল কোনো কৌশল গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

Exit mobile version