Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking রাস্তায় যানজটে দুর্বিষহ অবস্থা! গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে ধমক অগ্নিমিত্রার!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের পুলিশ প্রশাসনে যারা রয়েছেন, তাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া। কিন্তু মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে তারা যেভাবে দলদাস হয়ে কাজ করছে, যেভাবে আইনশৃঙ্খলা তাদের অপারগতার জন্য প্রতিমুহূর্তে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, তাতে বিরক্ত সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতা-নেত্রীরা। প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হোন বিরোধী নেতারা। আর এবার ট্রাফিক জ্যাম দেখে যেভাবে মানুষের পথ চলার ক্ষেত্রে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করা দেওয়া হচ্ছে, তা নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে ট্রাফিক পুলিশকে রীতিমত ধমক দিলেন অগ্নিমিত্রা পাল।

এই রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি করা হয়, পুলিশ প্রশাসন বালি পাচার, কয়লা পাচারে প্রশ্রয় দিচ্ছে। আর সেই টাকা পৌঁছে যাচ্ছে তৃণমূল নেতাদের কাছে। এক্ষেত্রে পুলিশের একটা অংশ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছে বলেও দাবি করেন বিরোধী দলের জনপ্রতিনিধিরা। আর এসবের মধ্যেই আজ নিজের বিধানসভা কেন্দ্রের একটি এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল‌। তবে তিনি সেখানে দেখেন যে, মূল রাস্তার ওপরেই অনেক টোটো, অটো দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে। যার ফলে প্রবল যানজট তৈরি হচ্ছে। আর সেখানেই ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন এই বিজেপি বিধায়ক।

এদিন নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি এলাকায় জ্যামে আটকে পড়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি। আর তারপরেই গাড়ি থেকে নেমে ট্রাফিকের এই দুরাবস্থা কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি এক ট্রাফিক পুলিশের মুখোমুখি হয়ে কেন প্রকাশ্য রাস্তায় এইভাবে সাধারণ মানুষকে আটকে টোটোতে প্যাসেঞ্জার তোলা হচ্ছে, তা নিয়ে সোচ্চার হন বিজেপি বিধায়ক। পরবর্তীতে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে, এইভাবে রাস্তায় হাটন রোডের মত এলাকায় গাড়ি থামিয়ে লোক তুললে প্রবল যানজট হবে। তাই এখানে গাড়ি থামিয়ে লোক তোলা যাবে না। আর যদি আবার তিনি ট্রাফিকের এই দুরাবস্থা দেখেন এবং তারা যদি এভাবেই গোটা প্রক্রিয়া চালাতে থাকেন, তাহলে তিনি এবার পথ অবরোধের মত কর্মসূচি করবেন বলেও হুশিয়ারি দিয়েছেন এই বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version