প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গোটা দেশের, বলা ভালো, সনাতনী সম্প্রদায়ের মানুষের কাছে আবেগের বিষয় অযোধ্যার রাম মন্দির। দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত এই রাম মন্দিরের উদ্বোধন গত ২০২৪ সালের ২২ জানুয়ারি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। বিজেপির নির্বাচনী এজেন্ডায় সবথেকে বড় প্রতিশ্রুতি ছিল, এই রাম মন্দির প্রতিষ্ঠা। স্বাভাবিকভাবেই তারাও তাদের কথা রাখতে পেরেছে। আর হিন্দুদের বহু কাঙ্খিত এই মন্দির প্রতিষ্ঠা হওয়ায় খুশি সনাতনীরাও। তবে আগামীকাল ফের বড় কর্মসূচি হতে চলেছে অযোধ্যায়। যার ফলে এখন থেকেই রীতিমত সাজোসাজো রব গোটা অযোধ্যা জুড়ে।
বলা বাহুল্য, গত বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে পূজার্চনার পাশাপাশি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি। আর তারপর থেকেই অযোধ্যার রাম মন্দির দেখার জন্য প্রচুর দর্শনার্থীরা প্রতি নিয়ত সেখানে ভিড় করছেন। তবে আগামীকাল আরও বড় কর্মসূচি হতে চলেছে সেই অযোধ্যা মন্দিরে। যেখানে এবার ধ্বজা পোড়ানো হবে। আর রাত পোহালেই সেই ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই অযোধ্যা মন্দিরে এই ধ্বজা ওড়ানোর পবিত্র কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে জমকালো আয়োজন। দিকে দিকে প্রস্তুতি চলছে। চলছে পূজাপাঠ। সনাতনী রীতিনীতি এবং সংস্কৃতিকে বজায় রেখে সমস্ত আয়োজন করা হয়েছে আগামীকালের এই বড় কর্মসূচিকে কেন্দ্র করে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে রাম মন্দিরের এই ধ্বজা ওড়াবেন। স্বাভাবিকভাবেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবার আগামীকাল সেখানে উড়তে চলেছে ধ্বজা। যার ফলে গোটা অযোধ্যা জুড়ে একদিকে যেমন উৎসব উচ্ছ্বাস শুরু হয়েছে, ঠিক তেমনই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই মেগা কর্মসূচির কারণে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
