Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাত পোহালেই বড় পদক্ষেপ নিতে চলেছেন সুকান্ত! ঝড় উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআরের আতঙ্কে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এখন শুধুমাত্র বিজেপি নেতাদের হুমকি, হুশিয়ারি দিতে শুরু করেছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে এসে কিছু বলার ক্ষমতা নেই সুকান্ত মজুমদারের, এমনকি এখানে এলে তাকে হাওয়াই উড়িয়ে দেব বলেও হুশিয়ারি দেন তিনি। স্বাভাবিক ভাবেই তৃণমূল সাংসদের এই বক্তব্যের কিছু সময় পরেই তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে রাত পোহালেই তিনি শ্রীরামপুরে যাবেন বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে শুরু করেছে। একদল অপর দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন। অনেক সময় হুমকি হুঁশিয়ারিও দিতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। আর তার মধ্যেই আজ কল্যান বন্দ্যোপাধ্যায় রীতিমত সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেন। বেলাগাম মন্তব্য করতে দেখা যায় এই তৃণমূল সাংসদকে। আর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সুকান্ত মজুমদারকে শ্রীরামপুরে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, ঠিক তখনই সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ওনার কত দম রয়েছে, সেটা আমার জানা আছে। ওই পাঁচ, দশটা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। পুলিশ সরে যাক। এরা বাড়ি থেকে বেরোতে পারবে না। এত পয়সা খেয়েছে যে, পাবলিকের মার খেয়ে মরে যাবে। আমি ওনার চ্যালেঞ্জটা গ্রহণ করছি। আমি কালকেই শ্রীরামপুর যাচ্ছি। দেখি, কত বড় বাপের বেটা হয়েছে। যদি ওড়াতে হয়, তাহলে ওড়াবে।”

Exit mobile version