Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাত পোহালেই ফের রাজ্যে এসএসসি পরীক্ষা, তুঙ্গে প্রস্তুতি! প্রহসন বলে কটাক্ষ বিরোধীদের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে দীর্ঘ দড়ি টানাটানির পর রাজ্যে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ২০১৬ সালের প্যানেল বাতিল করার পর শীর্ষ আদালতের নির্দেশেই আবার পরীক্ষায় নিতে হচ্ছে এসএসসিকে। ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। গত রবিবার নবম, দশম শ্রেণীর পরীক্ষা সমাপ্ত হয়েছে। তবে সেই পরীক্ষায় যে প্রশ্নপত্র হয়েছে, তা নিয়েও অনেকের মধ্যেই সংশয় রয়েছে যে, এবারের নিয়োগ প্রক্রিয়া আদৌ স্বচ্ছ হবে তো? আর এই সমস্ত সংশয়ের মাঝেই আগামীকাল ফের রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা।

বলা বাহুল্য, রাত পোহালেই রাজ্যে ফের এসএসসির দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে রাজ্যজুড়ে। যেখানে শূন্য পদ রয়েছে, ১২ হাজার ৫১৪ টি। ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে নবম দশম শ্রেণির পরীক্ষা নেওয়ার পর আগামীকাল একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক পরিমাণে আঁটোসাঁটো করা হয়েছে। তবে এই পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দিনের শেষে তার সার্বিক সাফল্য নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, এখনও পর্যন্ত এসএসসি সম্পূর্ণ দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করতে পারেনি। ফলে এবারেও নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে, এটা একটা প্রশ্নের বিষয়। এই রাজ্যে যতদিন মমতা ব্যানার্জি এবং তার সরকার থাকবে, ততদিন বেকার যুবকদের জন্য অন্ধকার নেমে আসবে। আদালতের নির্দেশে এসএসসিকে পরীক্ষা নিতে হচ্ছে ঠিকই। কিন্তু প্রশ্নের যে মান করা হয়েছে, তাতেই স্পষ্ট, গোটা গতি প্রকৃতি কোন দিকে এগিয়ে যাচ্ছে। তাই পরীক্ষার্থীরা অনেক আশা নিয়ে হয়ত পরীক্ষা দেবেন। কিন্তু দিনের শেষে এই পরীক্ষা প্রহসনের পরীক্ষা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে বলেই কটাক্ষ করছে বিরোধীরা।

Exit mobile version