Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাত পোহালেই মেগা বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের, দিল্লিতে শুরু তৎপরতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারে এসআইআর নিয়ে এমনিতেই বিতর্ক চলছে। বিরোধীরা নানা প্রশ্ন তুলছে। আর তার মধ্যেই গোটা ভারতবর্ষে এসআইআর হবে কিনা, সেই নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশনের যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে, গোটা দেশে এবার চালু হতে চলেছে এসআইআর। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। তবে আগামীকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যে মেগা বৈঠক হতে চলেছে, সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে চর্চা শুরু হয়েছে গোটা দেশজুড়ে।

জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি মেগা বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেখানে দেশের প্রত্যেকটি রাজ্যের সিইওকে ডেকে পাঠানো হয়েছে। মূলত, গোটা দেশে এসআইআর করার ক্ষেত্রে আগামীকালের বৈঠকে বড় আলোচনা হতে পারে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেকে তাদের কাছ থেকে যাবতীয় তথ্য নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই কারণেই আগামী কালের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের মানুষের প্রয়োজনেই চালু হওয়া প্রয়োজন এসআইআর। শুধুমাত্র বিহারে কেন, গোটা দেশেই প্রত্যেকটি রাজ্যে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয়। বিরোধীরা এসআইআরকে অন্যভাবে কটাক্ষ করতেই পারে। তবে ভোটার তালিকায় নতুন করে অনেক ক্ষেত্রেই রোহিঙ্গা, অনুপ্রবেশকারীরা জায়গা করে নিয়েছে বলে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি দাবি করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআরের মধ্যে দিয়ে শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। তাই আগামী কাল জাতীয় নির্বাচনের কমিশনের বৈঠকে যদি এসআইআর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে তা দেশবাসীর পক্ষে অত্যন্ত সুখকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version