Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাত পোহালেই পরীক্ষা, টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস? কি জানালেন এসএসসি চেয়ারম্যান!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাত পোহালেই নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। তবে এর মাঝেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। স্বাভাবিকভাবেই তার এই অভিযোগ সামনে আসার পরেই যারা পরীক্ষার্থী, তাদের মধ্যে চিন্তা তৈরি হয়েছে যে, তাহলে পরীক্ষা দিয়ে হবেটা কি? আবার প্রহসন হয়ে যাবে না তো তাদের সঙ্গে? যদিও বা এসএসসির পক্ষ থেকে সমস্ত প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে বলেই জানানো হয়েছে। আর আজ সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

প্রসঙ্গত, এসএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে পরীক্ষার আগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই দুর্নীতির বিষয়টি স্বীকার করে নিয়ে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর তার মধ্যেই নতুন করে যে পরীক্ষা হচ্ছে, সেখানেও যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তাহলে নিরপেক্ষতা থাকবে কি করে? দুর্নীতি তো আবার শুরু হয়ে যাবে! তা নিয়ে অনেকেই প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছেন। তবে প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ, তাকে একেবারেই উড়িয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান।

এদিন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটুকুই বলব। আর কিছু বলব না। পরীক্ষার পরেই আপনারা সবটা বুঝতে পারবেন। এর বাইরে এই বিষয়ে আমার আর কোনো মন্তব্য নেই।” অর্থাৎ যে অভিযোগ প্রশ্নপত্র ফাঁস নিয়ে উঠতে শুরু করেছিল, তাকে একেবারেই নস্যাৎ করে দিলেন এসএসসির চেয়ারম্যান। তিনি পাল্টা বুঝিয়ে দিলেন যে, প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন। এক্ষেত্রে যে প্রশ্নপত্র রয়েছে, তা একেবারেই সুরক্ষিত রয়েছে বলেই জানালেন তিনি।

Exit mobile version