Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাত পোহালেই এসএসসি পরীক্ষা, পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা? জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অবশেষে আদালতের নির্দেশে রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা। যদিও বা যোগ্যদের কেন আবার পরীক্ষায় বসতে হচ্ছে, তা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। তবে সেই সমস্ত কিছুকে সরিয়ে সকলেই চাইছেন যে, স্বচ্ছ ভাবে হোক পরীক্ষা। আর পরীক্ষাকে স্বচ্ছ করতে সব রকম চেষ্টা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে বলেই জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরীক্ষার্থীরা কি কি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, সেকথাও জানিয়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, প্রায় সাড়ে আট বছর পর রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে সকলের মধ্যেই একটা উৎকণ্ঠা রয়েছে। আর সেই উৎকণটাকে দূর করতে আজ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর সেখানেই তিনি জানিয়ে দিয়েছেন যে, আগামীকালের পরীক্ষায় কি কি বিধি নিষেধ রয়েছে এবং পরীক্ষার্থীরা তাদের ঠিক কোন কোন সরঞ্জাম নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন! এক্ষেত্রে অ্যাডমিট কার্ড এবং ফটো সহ যে আইডি কার্ড রয়েছে, তাছাড়া কোনো কিছু নিয়েই যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, তা জানিয়ে দিয়েছেন এসএসসির চেয়ারম্যান।

এক্ষেত্রে যদি কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে গিয়ে কলমের কোনো ত্রুটি দেখা যায়, তাহলেও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের জন্য বাড়তি ব্যবস্থা রেখেছে এসএসসি। যেখানে পরীক্ষার্থীদের জন্য যে কেন্দ্রে যত পরীক্ষার্থী, সেখানে তাদের জন্য ঠিক ততগুলো কলম বরাদ্দ করা হয়েছে বলেই জানিয়ে দিয়েছেন এসএসসির চেয়ারম্যান। তবে এত প্রস্তুতি রাখা সত্ত্বেও সঠিকভাবে পরীক্ষা হবে তো এবং দিনের শেষে সেই পরীক্ষায় স্বচ্ছতা বজায় থাকবে তো! এই প্রশ্নও পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version