Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking রেডরোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অসুস্থ একাধিক পড়ুয়া! হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ দেড় জুড়ে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গেও প্রত্যেক বারের মত এই বছরও রেড রোডে কুচকাওয়াচে অংশ নিয়েছে বিভিন্ন জেলা এবং বিভিন্ন স্কুলগুলি। আর সেই অনুষ্ঠানেই ঘটে গেল বড়সড় বিপর্যয়। যেখানে প্রবল গরমের কারণে অনুষ্ঠান স্থলেই অসুস্থ হয়ে পড়লেন প্রায় ২০ জন পড়ুয়া। ইতিমধ্যেই তাদের এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। আর সেই সমস্ত পড়ুয়াদের দেখতেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলা বাহুল্য, আজ সকাল থেকেই ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে প্রত্যেকবারের মত এবারও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেকটি জেলা থেকে বিভিন্ন পড়ুয়ারা এসে সাংস্কৃতিক কার্যকলাপে অংশ নিচ্ছেন। তবে প্রকৃতির রুদ্র রূপ ছিল ভয়ংকর। আর তার কারণেই অনুষ্ঠান স্থলেই অসুস্থ হয়ে পড়লেন প্রায় ২০ জন পড়ুয়া।

এদিকে অসুস্থ পড়ুয়াদের সাথে সাথেই নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। মূলত, একদিকে প্রচন্ড রোদ, আবার আর এক দিকে বৃষ্টি, এই খামখেয়ালি আবহাওয়ার জন্যই পড়ুয়াদের শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আর তড়িঘড়ি তাদের দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তার সঙ্গে উপস্থিত আছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। স্বাভাবিকভাবেই পড়ুয়ারা কেমন রয়েছেন, হাসপাতালে তাদের দেখে আসার পর বাইরে এসে কি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version