Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking রেড রোডের অনুষ্ঠানে অসুস্থ একাধিক পড়ুয়া! হাসপাতাল থেকে বেরিয়ে কি বললেন মমতা?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস সকাল থেকেই বিভিন্ন জায়গায় মহাসমারোহে এই দিনটি পালন হচ্ছে। প্রত্যেক বছরের মত এই বছর রেড রোডে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছিলেন। তবে আদ্রতা জনিত অস্বস্তির কারণে প্রায় ২০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আর সেখানেই তাদের দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানালেন তিনি।

বলাবাহুল্য, এদিন রেড রোডের অনুষ্ঠানে অসুস্থ পড়ুয়াদের সাথে সাথেই নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আর তড়িঘড়ি সেই হাসপাতালে দেখতে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেমন আছেন সেই সমস্ত পড়ুয়ারা, তা জানার জন্য কৌতুহল ছিল সকলের মধ্যেই। আর হাসপাতাল থেকে তাদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর একজন বাদে সকলেই মোটামুটি সুস্থ রয়েছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনা করে কখন তাদের ছাড়বে, সেটা তারাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সকালে ওদের টিফিন দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই টিফিন খায় না। আজকালকার ছেলেমেয়েরা ডায়েটের চক্করে পড়ে খাবার খায় না। যার ফলে অনেক সময় সমস্যা হয়। আর অনেকের মধ্যেই একটা কাজ করে, পাশের একজন অসুস্থ হয়ে গিয়েছে, পরবর্তীতে অনেকেই সেটা দেখে অসুস্থতা বোধ করেছে। আমি ওদের সঙ্গে কথা বলেছি, ওদের মাথার চুলগুলো বাঁধা ছিল, সেগুলো খুলে দিয়েছি, জল খাইয়েছি। মিষ্টি খাইয়েছি। ছবি তুলেছি। ফতেমা বলে একজন রয়েছে, সেও আগে থেকে অনেকটা সুস্থ রয়েছে, আরও সুস্থ হয়ে যাবে। বাকি সবাই মোটামুটি সুস্থ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কবে তাদের ছাড়বে, সেটা তারা সিদ্ধান্ত নেবে।”

Exit mobile version