Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আরজি করের ছকেই কি মুখ বন্ধ করা হবে? প্রবল আতঙ্কে ২৬ হাজার চাকরিহারা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এক সময় আরজিকর আন্দোলন শাসকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় অভিযোগের আঙ্গুল উঠেছিল তৃণমূলের দুষ্কৃতীদের দিকে। যেখানে যারা রাত জাগছিলেন, তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারীরা। আর এবার বিকাশ ভবনের সামনে যখন চাকরিহারারা আন্দোলন করছেন, ঠিক তখনই তাদের ভয় দেখাতে বাইক বাহিনীর তান্ডব এবং চটি পড়া কিছু ব্যক্তির প্রবেশ নিয়ে প্রশ্ন তুলে দিলেন এক চাকরিহারা।

প্রসঙ্গত, এদিন বিকাশ ভবনের সামনে আন্দোলনরত এক চাকরিহারা ব্যক্তি বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, “রাত্রিবেলা ঘুমোতে পারিনি। দুটো, আড়াইটের পর বাইক নিয়ে যখন ছেলেগুলো গেল, তারপর থেকে আর ঘুম হয়নি। দুই দিকের ব্যারিকেডে মোট ৩০০ জনের মত লোক, বহিরাগত যারা, ক্যাডার যারা, তারা আমাদের মারবে বলে এসেছিল। আরজিকরের পুনরাবৃত্তি করতে চাইছিল। আরজিকরে যেমন অন্ধকারের মধ্যে ভেঙে তুলে দিয়েছিল আন্দোলন, ওরা ভেবেছিল, আমাদের আন্দোলনটাও তুলে দেবে। আমরা ঘুমোইনি, সারারাত জেগে বসেছিলাম। আর এভাবেই রাতের পর রাত জেগে পাহারা দেব।”

Exit mobile version